আমাদের তো প্রতিনিয়তই ছোট ছোট রোগ ব্যাধি লেগেই থাকে। তাই বলে কি আমরা অসহায়। রোগ সারানোর জন্য ওষুধ ও ডাক্তার সব্ই রয়েছে আমাদের দেশে। আগেও ছিল এখনো আছে ভবিষ্যতে থাকবে। ডাক্তার ওষুধ এর সাথে যোগ হয়েছে আরেকটি শব্দ ক্লিনিক ব্যবসা।
সরকারী স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত এলাকাগুলোতে আর্শীবাদের মত গড়ে উঠেছে ক্লিনিক। কিন্তু এই বেসরকারী চিকিৎসা সেবার সাথে জড়িত যেসকল কর্মীরা তারা তো চিকিৎসা ব্যবসা দ্বারা আমাদেরকে সার্ভিস প্রদান করে থাকেন। প্রতিনিয়ত এই সার্ভিস পেতে হয় কারণ সরকারী হাসপাতালের অনিয়ম দেখে কোন মানুষের পক্ষেই আর সরকারী ডাক্তারদের দ্বারা সরকারী হাসপাতালে চিকিৎসা সেবা নেওয়া উচিত হয়ে উঠে না। যাদের একটু সামর্থ্য রয়েছে তারা চেষ্টা করে ভাল চিকিৎসা সেবা পাওয়ার জন্য। সরকারী ডাক্তারদের মাধ্যমেই ভাল চিকিৎসা পাওয়া সম্ভব হয়তো তাদের বাসায় অথবা কোন ক্লিনিকে।
তারা সকল প্রকার রিস্ক নিতে রাজি আছেন হাসপাতালে নয় ক্লিনিকে। সকল ডাক্তার এক রকম নয়। অনেক ভাল ভাল ডাক্তার আছেন যারা চিকিৎসা সেবার সাথেই জড়িত। চিকিৎসা ব্যবসার সাথে জড়িত নয়। সেদিন আমার পরিচিত এক আত্মীয়ের কথা শুনি যে সীজার করার কয়েকদিন পর ভিতরে ইনফেকশন হয়ে গেছে।
এখন বাঁচা মরা অবস্থা। কিন্তু আমরা চাই সবাই ভাল চিকিৎসা সেবা গ্রহণ করে তাদের জীবন যাত্রা স্বাভাবিক রাখুক। কিন্তু ডাক্তারের অবহেলায় কোন রোগী মারা গেলে তখন খুব কষ্ট লাগে। সবাই তো মানুষ তাই সবারই রয়েছে স্বাস্থ্য সেবা নিশ্চিত করার অধিকার। তাই আমরা চিকিৎসা ব্যবসা না করে চিকিৎসা সেবা করার অঙ্গীকার গ্রহণ করে সুন্দর বাংলাদেশ গড়ি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।