ছোট বাবা ,ছোট বাবা শহীদ মিনারে যাবে না ,বল না বল না। । --কথাগুলো আমার ছোট মামনির। ছোট ছোট হাত দিয়ে আমার কান নাক মলা আর গায়ের কাথাটা টেনে শরিয়ে মিষ্টি মিষ্টি হাসি সাথে একটু কান্না কান্না মুখ নিয়ে শহীদ মিনারে যাবার আকুতি। ছুটির দিন একটু ঘুমাবো তাই গভীর ঘুম থেকে কিছু ক্ষনের জন্য তাকিয়ে রইলাম মামনির দিকে।
সেজ দার কাছে কোন আকুতি নেই সব মিলিয়ে আমিই বাবা আমি ই মা । তাই আর কি করা বের হোলাম । সাথে আরো কতগুলো পিচ্চি এসে জুটলো । গেলাম ফুলের দোকানে,সবাইকে একটি করে গোলাপ কিনে দিলাম ,না হবে না মন খারাপ সবার । কি আর করা এক ঝাক ফুল দিয়ে সাজানো একটি বড় তোরা কিনে রওনা হলাম স্কুলের দিকে।
কই আর যাব এত সকালে । সবেচেয়ে বড় কথা ওদের এত আগ্রহ দেখে আমি হতবাক। ভাবছিলাম এগুলো বড় হয়ে দেশের মুখ উজ্জলের সম্মখিন করবে। আমরা আর কি করতে পারি ওরা করে দেখাবে দেশের প্রতি আকুল শ্রদ্ধা ও ভালোবাসা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।