আমাদের কথা খুঁজে নিন

   

I, Cyborg - কল্পবিজ্ঞান আর কল্প নয়

http://www.choturmatrik.com/blogger/আরণ্যক
বৃটিশ সাইবারনেটিক্সের প্রফেসর কেভিন ওয়ারউইক সম্ভবত পৃথিবীর প্রথম সাইবর্গ । দাবা খেলায় ডীপ ব্লু / ডীপ ফ্রীটজের মানুষের সাথে পাল্লা দেয়ার কথা আমরা সবাই জানি ... যন্ত্র আর কম্পিউটার দিন দিন শক্তিশালী হচ্ছে.. মানুষ এখন ঝুকছে কিভাবে মানব শরীরকে পরবর্তী পর্যায়ে নেয়া যায় সাইবর্গের ধারনা খুব নতুন কিছু না .... ষাটের দশক থেকে ই বিভিন্ন বই, টিভি সিরিয়াল আর মুভিতে সাইবর্গের ধারনাটা উঠে এসেছে সাইবর্গ মানে জীবসত্বা যার কৃত্রিম আর প্রাকৃতিক দুই ব্যবস্থাই সংযোজন করা আছে ..আধামানুষ - আধাযন্ত্র সিক্স মিলিয়ন ডলার ম্যান আর বায়োনিক ওমেন জনপ্রিয় সাইবর্গ ~~~~ প্রফেসর ওরারউইকের মত অনুসারে মানুষের অনুধাবন করার ক্ষমতা ইন্দ্রিয় নির্ভর আর সীমিত ; দেখার মাধম্যে আমরা আমাদের ৮০% তথ্য নিয়ে থাকি ; ত্বক , কান আর অন্যান্য ইন্দ্রিয় দিয়ে নেই বাকিটুকু ; মানুষ শুধু ৩ মাত্রার জগতে সীমাবদ্ধ আর যোগাযোগ করে কথা বলার মাধ্যমে যেটা অনেক স্লথ; [ইন্টানেটে লিখা মাধ্যমেও যোগাযোগ করে , এখন এই যে আমি লিখছি কতসময় নিয়ে আমার নার্ভের সাথে কিবোর্ডটা যুক্ত থাকলে ১ সেকেন্ড শেষ করতাম .. আপনাদের মন্তব্যের জবাব দিতাম দ্রুত] এটাকে আপডেট করতেই সাইবারনেটিক্সের সুত্রপাত ; ২০০২ এ ওয়ারউইক তার শরীরে ১০০ ইলেকট্রোড ফায়ার করে ইন্টারনেটের সাথে নিজের নার্ভ সিষ্টেম যুক্ত করেছিলেন ; ইন্টারনেটের মাধ্যেমে রোবোটিক হাত কন্ট্রোল আর সর্বপ্রথম ইলেকন্ট্রনিকেলি দুই জন মানুষ কানেক্ট হয়েছিল সেইসময় ভবিষৎ এর মানুষ কেমন হবে জানার খুব কৌতুহল হচ্ছে ... ইন্টারেটের সাথে নিজে কে যুক্ত করতে পারলে মন্দ হতো না .. রাউটার , মডেম, কম্পু এই জাতীয় আপদ গুলোর হাত থেকে রেহাই পাওয়া যেত তথ্যসুত্র: I, Cyborg
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।