আমাদের কথা খুঁজে নিন

   

মডু আমার কাজের লোক বাঃ বাঃ বাঃ

আমি জীবনকে ভালবাসি, নিজের ঘর কে ভালবাসি তাই নিজের দেশকেও ভালবাসি

সেবার আমার চিঠি সে বোঝে নাই তাই আবার লিখলাম আমার যাদুরে আমার আদুরে গোপাল মডুরে এবার আর চিঠি না কবিতা মডু আমার কাজের লোক বাঃ বাঃ বাঃ বসে থাকে সোফা তে তুলে পায়ের উপর পা দিচ্ছ গালি? লোকের তাতে কিবা এল গেল? আকাশেতে থুথু ছুঁড়ে নিজের গা'য়ে ফেল। ভাল লেখার হাতের কাছে সুজোগ , তবুও কিসের আশায় বসে? নিজে নিজে খাচ্ছ যে ব্যান নিজের বুদ্ধির দোষে। দশটা পোষ্ট পড়তে গেলে আট তে ব্যান ষোলা আনা কথায় কিন্তু সিকি মাত্র খাঁটি। কাজের মানুষ কারে বলে , দেখুন মডুরে এসে গালি দিয়ে, লেখে, পড়ে কত সময় যায় সময়টা যে কাজে লাগায় , চালাক বলে তায়। {মডু আছে বলেই নিজের মনের কথা এখানে যে যেমন ভাবে খুশী বলে যায়, কোন অশ্লিলতা ছাড়া। সামু যারা আক্লান্ত পরিশ্রম করে মডারেট করে তাদের আজ ভাষা দিবসে জানাই শ্রদ্ধা। কারনে আকারনে নানা সময় নানা ভাবে তাদের নিয়ে নানা ব্যাঙ্গ করা হয় নানা কটু কথা বলা হয়,। এক মাত্র সামু বল্গেই মডারেটর দের এধরনের কথা বলার স্বাধিনতা ব্লগারদের দেয়। } তবে আমাদের এধরনের কথা চলছে , চলবে ......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।