কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....
উপস্থাপকের ৭ বার ফুটেজ
কৌশিকের ১১ বার ফুটেজ
মেলাপ্রাঙ্গন ৫ বার
প্রশ্ন ৫ টি
সময় ২মি:৪৮সেকেন্ড
ব্লগার কৌশিকের নাম ফুটেজ একবার ।
স্যামওয়ার ইন ব্লগের প্রকাশিত গল্পগুলোর সংকলিত অপরবাস্তব আজ প্রকাশ পাচ্ছে। আমাদের আজকের মেলার মুখ সামওয়্যার ইন ব্লগের একজন জনপ্রিয় ব্লগার কৌশিক।
কেমন আছেন?
ভালা আছি। আজকের বইটা প্রকাশ হচ্ছে।
আনন্দেরই কথা।
ব্লগ আমাদের সাহিত্যে নতুন সংযোজন সাহিত্যে ব্লগের প্রভাব কতটুকু?
২০০৫এর ডিসেম্ভরে ব্লগটা বাংলাদেশে বাংলা ভাষায় কমিউনিটি ব্লগের যাত্রা। তিন বছরের মধ্যে সাহিত্যে ব্লগের প্রভাব কতটুকু বিস্তৃতি লাভ করেছে, তা বুঝা যায় একটা উদাহরনে। সেটা হচ্ছে প্রথম বছর এক বছর ব্রগ অতিক্রমের পরে মাত্র ২টা বই এসেছিল।
আর আজকে ৩ বছর পরে আজকের মেলায় ৫০টার উপরে বই এসেছে।
শুধুমাত্র ব্লগে যারা লেখা লেখি করে তাদের লেখা।
আমার মনে হয় যে, প্রতিষ্টিত লেখকদের সময় এসেছে ব্লগে তাদের লেখা গুলো প্রকাশ করা।
ভার্চুয়াল একাত্বতা বাস্তবে একাত্বতায় পরিনত হবে কখনো?
অলরেডি হয়ে গেছে। মানে এখন ব্লগার রা মানে এখন মিলিত হচ্ছে। যেমন আমি বলতে পারি লালনে ভাস্কর্সটি ভাংগার ব্যাপারে ।
লালনের ভাস্কর্স ভাংগার ঘটনা। ঘটেছে এয়াপোর্টের সামনে ওই সময়ে ওই ভাস্কর্সের সামনে গিয়ে ব্লগাররা প্রথমে মানব বন্ধন করেছে।
এখন সেটা চলছে গনস্বাক্ষর কর্মসূচী একাত্তরের যুদ্ধপরাধীদের বিচারের দাবীতে।
ব্লগাররা এখন আর ভার্চুয়াল কিছু না। একদম নাগালের মধ্যে,ধরাছোয়র মধ্যের ভার্চুয়াল অস্তিত্য হয়ে গেছে।
লোকাল টক কে?
লোকাল টক একটা মিষ্ট্রিরিয়াস ক্যারেকটার সে অন্যান্য ব্লগাররা বাইরের অস্তিত্যে মানে সামনা সামনি দেখা হলেও লকাল টক কখনো নিজের আইডেন্টিটি প্রকাশ করেনা।
কিন্তু উনি রাজি হন। এবং তারপরে ৫৫ মেইল চালাচালির ফসল হচ্ছে এই বই।
ব্লগ কি বিকলপ গণ মাধ্যম হতে পারবে?
বাংলাদেশে ব্লগ ইতিমধ্যে বিকল্প মানে স্বতন্ত্র মিডিয়া হয়ে আত্মপ্রকাশ করেছে। এখন অনেক অনেক খবর অনেক ঘটনা সেগুলো প্রধান মিডিয়ায় আসছে না।
আসতে পারছে না। বিশেষত বিভিন্ন সময়ে যখন দেশে বিভিন্ন ধরনের নিয়ন্ত্রন আরোপিত থাকে। সেগুলো কিন্তু ব্লগে আসছে। বিশ্ব মিডিয়াতে ব্লগ একটা স্বতন্ত্র অলটানেটিভ বাংলাদেশে বিশেষ করে স্যামওয়ার ইন ব্লগের একটা খুব শক্তিশালী অল্টারনেটিভ মিডিয়া হিসাবে এখন একেবারে স্বীকৃত বলা যায় এবং প্রতিষ্টিত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।