আমাদের কথা খুঁজে নিন

   

কিছু চাই বিনিময়ে গ্রহন করুন সুবর্ন সুযোগ

এতটুকু বুঝি জীবনের কাছে আবেগ নস্যি।

এই ব্লগের সকল ব্লগার ও বিজিটর ভাই, বন্ধু এবং আপুদের কাছে আমি কিছু চাইছি কি হবে তো? আসলে আপনাদের কাছেইতো চাইব তাইনা? কি ভয় পাচ্ছেন নাকি ছেলেটা আবার কি চেয়ে বসে.. হুম ভয় পাইলে আগে পানি প্রান করুন! তারপর বলি আমি কি চাই? আসলে কি চাই সেটা বলতে চাচ্ছি কিন্তু কিভাবে যে বলব বুঝতে পারছিনা! বড়ই সংকোচ হচ্ছে! সংকোচ হওয়ারিতো কথা, কারন এর আগেতো চাওয়া হয় নাই! না আমি আর পাচ্ছি না এবার বলবই! বলতে আমাকে হবেই যে করেই হোক!!!!!!! শুনুন তাহলে আমি প্রেম বিষয়ে কিছু টিপস চাই দয়া করে সবাই যার যার সাধ্য মতো আমাকে পেম বিষয়ক টিপস দিন, তবে এতে আপনাদের জন্যও একটা সুখবর আছে, যে সবছেয়ে বেশী টিপস দিতে পারবে(উনি যদি জেন্টস হয়) তাকে পুরস্কার হিসাবে নুহাসপল্লিতে প্রেমের নাটকে আমার প্রেমিকার ছোট বোনের সাথে রোমান্টিক নাটকে অভিনয়ের সুযোগ দেওয়া হবে। ( আর উনি যদি লেডিস হয়) তাহলে তাকে আমার প্রেমিকার বড় ভাইয়ের সাথে বিরহের নাটকে অভিনয়ের সুযোগ দেওয়া হবে! তো আর দেরি কেন? এখনই টিপস পাঠান এবং জিতে নিন অভিনয়ের সুবর্ন সুযোগ!! টিপস পাঠানোর সর্ব শেষ সময় ১৯শে ফেব্রুয়ারি০৯ইং এর বিকাল ৫.০০টা পর্যন্ত!! ফলাফল প্রকাশ করা হবে আগত যে কোন রোমান্টিক দিবশে!!!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।