Universe is mystrious
বহু কষ্টে লাইনে দাড়িয়ে গাদাাগাদি মানুষ অতিক্রম করে বইমেলায় প্রবেশ করলাম আমি আর আমার বন্ধু। প্রবেশ করেও শান্তি নেই। স্টলের সামনে দাড়ানো যাচ্ছে না। এতো মানুষ এসেছে মেলায় যে ভালো মতো একটু দেখেশুনে বই যে কিনবো তার উপায় নেই। তার পর ভীড় ঠেলে কোন মতে মাথা প্রবেশ করিয়ে দিয়ে কিছু স্টল পরিদর্শন করলাম।
তবে বেশির ভাগ স্টলই অদেখা থেকে গেল। প্রথম পর্বে কোন বই না কিনে আমি আর আমার বন্ধু গেটের সামনে দাড়ালাম। দেখার চেষ্টা করলাম যে এতো মানুষ দেখি কয়জন বই কিনে নিয়ে যাচ্ছে। নাহ!! বেশির ভাগই দেখলাম খালি হাতে ফিরছে। হতাশ হলাম এই অবস্থা দেখে।
তাহলে তারা কিসের জন্য মেলায় এসেছেন? এই মেলায় কি ভালো বই নেই যে তারা কিনতে পারছেন না। না কি শুধু শুধু ঘুরতে এসেছেন।
যাই হোক অবশেষে আমি আর আমার বন্ধু আবার বিভিন্ন স্টল পরিদর্শন শুরু করলাম। অবশেষে একটা ছোট্ট লাইব্রেরীতে আমার পছন্দের কয়েকটি বই পেয়ে কিনে ফেললাম। আমার বন্ধুও অন্য একটি স্টল থেকে এডওয়ার্ড সাইদের রচনা সমগ্র কিনলেন।
আমার অনুরোধ আপনাদের প্রতি যেই বই মেলায় যান না কেন অন্তত একটি করে বই কিনুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।