আমাদের কথা খুঁজে নিন

   

অচল দেহে সচল রুনি

!!!

রুনি আক্তার এবার মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মহলাল উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি পরীক্ষায় অংশগ্রহন করছে। সে জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী। মাথা নীচু করে বাঁ হাত তিন বার বাঁকিয়ে তাকে উত্তর লিখতে হচ্ছে (ছবি দেখুন)। শারীরিক সমস্যার কারণে পিতা-মাতা লেখাপড়া করাতে উৎসাহী ছিলেন না। কিন্তু রুনি’র অদম্য আগ্রহ এবং শিক্ষকদের সহযোগিতার কারনে তার পিতা-মাতা তাকে লেখাপড়া করাচ্ছেন। স্কুলের প্রধান শিক্ষক জানান মেধাবী রুনি শারীরিক সমস্যার কারণে পরীক্ষায় যথা সময়ে উত্তর শেষ করতে পারে না। বিশেষত গণিতের জ্যামিতি অংকন করতে তাকে যথেষ্ট বেগ পেতে হয়। সম্পূর্ণ উত্তর না দেয়ার পরও সে সব সময় ভালো ফলাফল করে। আসুন আমরা রুনির জন্য দোয়া করি যাতে সে জীবন যুদ্ধে জয়ী হতে পারে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।