আমাদের কথা খুঁজে নিন

   

ফিশ স্পা



আমি আর হাইডি গেলাম সেদিন অরচার্ডে ফিশ স্পা নিতে। গল্প শুনেছিলাম হাইডির কাছে কিন্তু ট্রায় করা হয়নি। এবার হইডি যখন পার্থ থেকে ছুটিতে এসেছিল দুজনে মিলে গেলাম। উমম দারুন মজা। আপনারা হয়ত অনেকই এই ফিশ স্পা'র কথা জানেন।

আমি আগে জানতাম না। তাই গেলাম। মাছ এসে পা'এর মরে যাওয়া চামড়া খায়। উমম ভিষন মজার ফিলিং। আমি আর হাইডি তো প্রথম ৫ সেকেন্ড চিৎকার করে সারা শপিং মল মাথায় তুললাম।

ভিডিও করেছি সেটার লিংক আর ছবি দিলাম। পায়ের পাতা পানিতে ডোবাতেই অসংক্ষ ছোট ছোট মাছ ঝাপিয়ে পরে পায়ের মড়া চামড়া খাবার জন্য! অনুভুতিটা অনেকটা যেন অসংক্ষ ঠোট এসে পা এর পাতা ও চামড়ায় চুমু দিচ্ছে !!! হা হা হা Click This Link Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।