আমাদের কথা খুঁজে নিন

   

সন্ধিঃক্ষণ-------(প্রাকৃতের জার্নাল)

মাথার ঝাঁপিতে বন্দি কবিতার দল.....

টুপটাপ ঝরে পাতায় জমানো কুঁয়াশার জল, যেগুলো জমছিলো প্রায় দেড় যুগ ধরে মাঝখানে ছিল ঘোর ক্রান্তিকাল। বদলানো সুরে কখনো ফিরেছে ছন্দের ঘরে কখনো কুড়িয়েছে শৈশব বাগধারা মেলাতে চেয়েছে বাস্তব নিঃশ্বাসে। অনেক শব্দ দোলা দিয়ে গেছে কবিতার জালে, তার মাঝে ছিল অনন্ত জিজ্ঞাসা উত্তর আর সমাধান খোঁজা। আজ সন্ধিঃক্ষণ সময়ের বিচারে দোষী এই কবি, অস্থির মনে কবিতা মগনো। আজ হিসাবের চূড়ান্ত ফয়সালা হবে আজ এপার নয়তো ওপার বেছে নিতে হবে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।