যদি অনেক টাকা থাকতো, ঘুরে ঘুরে সারাটা জীবন পার করতাম। সারা দেশ যখন শাহ্বাগে আজ চারদিন, তখন এখানে আমার ক্ষুদ্র অবস্থান। মাত্র একদিন একরাত।
# এভাবেই প্রতিবাদে জ্বলছে সারা দেশ
# "নজর রাখিস মগজ না তোর কাটে ঘুণ পোকায়
নজর রাখিস কইলজাতে তোর দাগ না পইড়া যায়"
# লাখো মানুষের সাথে একাত্ম ঘোষণা, "দাবি একটাই, ফাসি চাই"
# প্রতিবাদে মুখর ঢাকা মেডিক্যাল শিক্ষার্থীদের একাংশ
# চলছে নিজ নিজ ভাবে প্রতিবাদ ও ফাঁসির দাবি।
# শেষ রাতে ফ্রি খিচুড়ির দীর্ঘ লাইন।
# লাখো জনতার প্রতিবাদের সাথে জ্বলছে "শিখা অনির্বাণ"
# প্রতিবাদ সমাবেশের সাথে ছিল নানা রকম বিনোদন।
# রাত দুইটার দিকে আমাদের সাথে যোগ দিলেন নাট্য ব্যাক্তিত্ব রিফাত চৌধুরী।
# মাঝরাতে ৭০ঊর্ধ্ব বৃদ্ধের স্ফুরতা সাহস জুগিয়ে ছিল টনিকের মতো।
# রঙ্গাস্র নিয়ে প্রতিবাদে চারুকলার শিক্ষার্থী।
# ট্রাক স্টেজে চলছে প্রতিবাদী গান।
# কসাই কাদেরের ফাঁসির প্রতীকী প্রতিবাদ।
# ফাঁসির দাবিতে মুখর ছাত্র জনতা সবাই।
# বহন করছে ফাঁসির দাবিতে হাজারো সাক্ষর।
# প্রতীকী ফাসিতে ঝুলে দুই প্রতীকী রাজাকার।
# তুলির আঁচড়ে ফুটে উঠছে প্রতিবাদের ভাষা।
# ছিল সব বয়সী স্বতঃস্ফূর্ত অংশগ্রহন।
# জুতাপেটা করা হচ্ছে রাজাকার প্রতিকৃতিতে।
# ১০০% সহমত।
# আন্দোলনের ফাঁকে ছিল ছবির হাটের চপ, চা।
# ক-তে কাদের মোল্লা
তুই রাজাকার, তুই রাজাকার।
# রাত বাড়ছে, বাড়ছে প্রতিবাদের গর্জন।
# নেচে গেয়ে চলছে ফাঁসির দাবি।
# দেশ আর একবার স্বাধীনের অপেক্ষায় রাজপথে......
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।