শরীরে শরীর নয়, ঠোঁটে ঠোঁট রাখাও নয়, মূহুর্তের ছোঁয়াও নয়, একটু দেখাতেই লিটার খানেক অগ্নিজলের ঘোর।
../../১৯৭১।
পিতার কাজ পুত্রকে শিক্ষা দেয়া , সে যেন ভালভাবে মানুষ হয়ে ওঠে।
পিতা হিসেবে ফজলুল কাদের চৌধুরী ছিলেন আপোষহীন। পিতার কর্তব্য পালনে সব সময় ছিলেন একনিষ্ঠ।
ছেলে বড় হচ্ছে। তাকে তো হাতে কলমে শিক্ষা দিতে হয়। যাকে বলে কিনা প্রশিক্ষন।
তো ড্যাডাইয়া নিধনের প্রশিক্ষনের ব্যবস্থা হ'ল।
কুন্ডেশ্বরী ঔষধালয়ের কর্ণধার, নতুন চন্দ্র সিংহকে দিয়েই শুরু করা।
পিতা দাঁড়ি্য়ে, পুত্র গুলি করে শেয করে দিল নতুন চন্দ্রকে। দেশ আরেকটি ড্যাডা মু্ক্ত হ'ল। উপরি পাওয়া, সিংহ মালাউনের অগাধ সহায় সম্পত্তি যার বেশীরভাগই আগে ব্যয় হ'ত জনকল্যানে।
শুরু হ'ল বিখ্যাত এই বংশের নতুন প্রজন্মের যাত্রা। বংশের ধারা বজিয়ে রেখেই।
১৫/২/২০০৯।
"যতদিন পর্যন্ত সালাহউদ্দিন কাদের চৌধুরীকে সংসদীয় বিশেষ কমিটির সদস্য করা না হ্য়, ততদিন পর্যন্ত সংসদীয় সকল কমিটি বর্জন করবো। .................................. ।
বিরোধী দলীয় নেত্রীর আদেশে আহুত প্রেস ব্রিফিংএ বিরোধী দলীয় চীফ হুইপ ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।