অশুভ শক্তির মুখোশ উন্মোচনেই তৃপ্তি
দিন বদলের সাহসী ডিজিটাল কর্মীরা এবার নজর দিয়েছে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের ক্যান্টিনের দিকে। দখলের রাজনীতিতে ক্যান্টিনের প্রতি সোনার ছেলেদের একটু বেশি আগ্রহ থাকাটা আসলে তেমন অস্বাভাবিকও নয়। বিশেষত হল পলিটিক্সে তো এই ক্যান্টিনে ফাও খাবার জন্যেই অনেকে রাজনীতিতে আসে।
যাই হোক, গত বৃহস্পতিবার সোহরাওয়ার্দী হাসপাতালে গণভবন ইউনিট আ'লীগের সভাপতি ও তেজগাঁও থানা আম্লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক তারিক হাসান কাজলের নেতৃত্বে আওয়ামী সন্ত্রাসীরা ঐ ক্যান্টিনে ব্যাপক ভাংচুর চালিয়ে লোকজনকে বের করে দেয়। পরে আম্লীগ নেতা ক্যান্টিনে তালা লাগিয়ে দেন। হাসপাতালের কর্মকর্তারা এ সময় তাকে বাধা দিতে চেষ্টা করলে তিনি ও তার সঙ্গীরা তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে।
দিন বদলের এই সাহসী নেতার দাবি, ক্যান্টিনটি তিনি চালাতে চান। তাই এ উদ্যোগ।
দিন বদলের আওয়ামী স্টাইল তাহলে এটাই!
Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।