চলছে চন্দ্র পাড়া, আটরশির কবর পূজা, হায়রে দেশ কবে শেষ হবে কবর পূজা ? ইসলামের বিধান মতে কবর পূজা সম্পূর্ণ নিসিদ্ধ। কিছু অসচেতন মানুষ কথিত ওরসে গরু, ছাগল, মুরগী এবং নগর টাকা নিয়ে তুষ্ট করতে চায় তাদের পীর নামক একজন মৃত মানুষকে। আমরা কি ভুলে গেছি বড় পীর আব্দুল কাদের জিলানী (রঃ) আঃ কথা। সমস্ত মুসলমানদের পীর তো তিনিই। তাহলে কেন আমরা পীরের মাজারে সিজদা করে আল্লার সাথে শেরক করছি ? এ প্রশ্ন আমার শুষিল সমাজের কাছে।
আপনাদের বিবেক কে জাগান। আপনারা কলাম লিখুন কবর পূজার বিরুদ্ধে। কোথায় আপনি হাজী শরীয়তুল্লা ? কবর থেকে উঠে আসুন । আরেকবার শুরু করুন আপনার ফরায়েজি আন্দোলন। বাঁচান সোনার বাংলাকে।
হেদায়েত করুন মানুষকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।