আমাদের কথা খুঁজে নিন

   

জনম জনম কাঁদবো

মুশতাহির কল্পবাবু

সে জলে সুখ নেই কোন সে জলে ঝাপসায় আমার হৃদয় আমার পরান, আমার আকাশ ভাঙা মেঘের কাঁদনে-তুমি হীনা-সে জলে আছি প্রশ্বাস আমি। আমারতো সে পথে কোন ফুল নেই। অজস্র তারাগুলো ফুল হয়ে ছোঁয়না চোখের নরম। আমার রূপালি চাঁদ তুমি নিয়ে গেছো বৈশাখী কাজলে করে-নিয়েছো আঁধারে। আমার পৃথিবীর পার -অবশ, নিঃসাড়! দূর্বাহীন অসুস্হ মাটি রোদেলা ফাগুনে আগুন জ্বালেনা কোন ফুল এপারে শুধু আছি আমি আর দুমুঠ দূরের একগোছা বৃতিহীন ভুল অবাক চোখে চেয়ে থাকে। আমিও চেয়ে রই শেষ যেদিন আকাশে জাগে রংধনু শেষ যেদিন জমেছিল সিঁদুর ঈশানে শেষ যেদিন তোমাতে জেগেছিলাম আমি শেষ সেইদিনে ! দুমুঠ শান্তির খোঁজে দুফোঁটা জল দিয়েছিলে আমার হাতের পর-আমার জীবনে। দুফোঁটা জলে ভিজে রয় আমার জীবন সে জলে সুখ নেই কোনো, তবু- সে জলে নিভে আছো আমার তুমি!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।