আমাদের কথা খুঁজে নিন

   

আপন ছায়ায় অবলম্বনের খোঁজ

সকল অন্ধকারের হোক অবসান

পৃথিবীতে কতো পথ, কতো চড়াই-উৎড়াই, সেই বন্ধুর পথে রক্তাক্ত হতে হতেই এগোতে হয় রুহি-রুবিকে। ছয় বোনের আখ্যানে রুহি অগ্রজ, তার দায়িত্ববোধ, তার ব্যর্থতা, তার টলমলে পা ফেলা, টলতে টলতে পাশে চেয়ে দেখা রুবিকে, রুহির পিঠাপিঠি ছোটো সে, রুহি আশ্চর্য চোখে রুবিকে দেখে, পরিণত-শক্ত-সামর্থ রুবিকে। রুবিটা কেমন সব কিছু শিখে ফেলে তরিৎ। রুহি নিজের দিকে তাকায়, একা একা লাগে, তার কেমন ভয় হয়, নিজেকে, নিজেদেরকে অসহায় মনে হয়। ওরা ছয় বোন, একটিও আপন ভাই নেই, বাবাও নেই।

অবিরাম এই ভাবনায় চলতে চলতে অল্প অল্প করে হাঁটা শেখে রুহি-রুবিরা। শিখতে হয় সবায়কে তবে ওদের শিখতে হয়েছে রক্তরণের পর, বহু বেদনা দাঁত চেপে সহ্য করে। কথাসাহিত্যক আকিমুন রহমানের উপন্যাসে এমনি করেই কুলকুল করে বয়ে চলে জীবনের গভীর ও গাঢ় প্রবাহ। পাশে শুধু ছায়া ছিলো উপন্যাসটি লেখকের জীবনের রৌদ্রে উড়েছিলো কয়েকটি ধূলিকণা উপন্যাসের পরবর্তী পর্যায়। যেখানে দেখা যায়, ছয় বোন এবং তাদের মা, নিজেদেরই আত্মীয়, রুহি-রুবির আপন ফুফাতো ভাইদের দ্বারা প্রতারিত।

আঠারো কাঠার জমিনে রফিকুল ইসলামের বাড়ি, রফিকুল ইসলাম রুহি-রুবিদের বাবা, সেই বাড়ি অন্যায় ভাবে ভোগ-দখল করতে চায় রফিক-শফিক-রাজ্জাক, ছয় বোনের ফুফাতো ভাইয়েরা, রফিকুল ইসলামের আপন বোনের ছেলেরা। পুরুষের পৃথিবীতে মেয়েদের অসহায়ত্ব, তাদের অভিভাবকহীন অবস্থার সুযোগ সন্ধানী কাছের আত্মীয়, সবকিছু মিলিয়ে তাই বইটির বিজ্ঞাপনে বয়ান হয়: কোন দূরে চাপাই শিবগঞ্জ, সেখানে ধুলো ও মায়া মোড়ানো এক আঠারো কাঠার বাড়ি, তাকে হারিয়ে ফেলেছে রুহী বেবী বাবলি খুকু ইতি- তাকে খুঁজে পাবার জন্য, তাকে ফিরে পাবার জন্য, বেরিয়ে পড়তে হয়েছে ওদের, পথে। যেখানে খা খা রোদ কুটিল চাউনি ওত পাতা ইতরতা ওইসবের ভেতর দিয়ে পথ করে নিতে নিতে ওরা জেনে যায় আঠারো কাঠার বাড়িটা এক স্থাবর সম্পত্তি শুধু নয়, ওটি ওদেরই অস্তিত্ব। উপন্যাসটি জটিল জীবনের এক সরল রৈখিক বিবরণ। পাঠক পড়তে পড়তে রুহি রুবিকে আবিষ্কার করবেন তাদের চারপাশেই।

পাঠে তৈরী হবে ঘোর। লেখক বাস্তব আর কল্পনার স্রোতে পাঠককে ভাসিয়ে নেন প্রতিটি বাক্যে। তবে কাহিনী বিন্যাসে সম্পত্তি বিষয়ক আইনের যেসব মারপ্যাঁচ এসেছে, সেগুলো সব পাঠকের কাছে সরল নাও লাগতে পারে। উপন্যাস: পাশে শুধু ছায়া ছিলো লেখক: আকিমুন রহমান ১ম প্রকাশ: ২০০৫ অঙ্কুর প্রকাশনী মূল্য: ৯০ টাকা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।