সামুদ্রিক বিভ্রম
এ শহরের সব গান
পাখিদের সব ঝাঁক
মোহন নর্তকীর মুদ্রা সকল
আমার কলমে ভর করেছে আজ ...
**
কত শহর সড়কে তার নাম লেখে
ধূসর দোয়েলের শিস্ দেওয়া ভাস্কর্যে-
চুন খসে পড়া শাপলায় বৃষ্টি শব্দের গান;
এ শহর দেখে গলি পথে মানুষের
দেওয়াল চিত্র আঁকা আছে ঠিকঠাক।
ছ'তলার ছাদে, হাওয়ার উঠেনে, নিবিষ্টে
খেলা করে হাইব্রিড বালিকা ওই-
অনতি দূরে দাঁড়ানো জননীর মেদে
সভ্যতার গনগনে রোদ এসে পড়ে;
তারপর ফিরে যায় আলোক বিজ্ঞানের সূত্র মেনে
কিছুটা নরম স্বরে----
***
আমার শৈশব তার ফিরে চলে যায় রেখে আসা
সবুজ ইসকুলের বারান্দার মতোন দোচালা ঘরে
সেখানে রোদের দল আজও রোদের রঙে হাসে
কিছুটা নরোম স্বরে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।