আমাদের কথা খুঁজে নিন

   

সেই কৃষ্ণচূড়া, সোনালু ফুল...

মিলে মিশে করি কাজ, হারি জিতি নাহি লাজ!
সবাইকে পহেলা ফাল্গুনের শুভেচ্ছা। এই মূহুর্তে আমার অতি প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই কৃষ্ণচূড়া (লাল), সোনালু (হলুদ) এবং জারুল(বেগুনী রঙের ফুলটার নাম ঠিক বলেছি কিনা জানি না) ফুলের কথা মনে পড়ছে। বসন্তকালের পুরোটা সময় সারা ক্যাম্পাস জুড়ে লাল, হলুদ আর বেগুনী রং-এর মাখামাখি। চোখ জুড়িয়ে যেত। আমাদের ডিপার্টমেন্টের সামনে ছিল বিশাল এক কৃষ্ণচূড়ার গাছ।

সকাল বেলা যখন প্রথম ক্লাশ করতে যেতাম, দেখতাম সামনের রাস্তাটা লাল রং-এ ভরে আছে। কি যে ভাল লাগতো! শুধু তাকিয়ে তাকিয়ে দেখতাম। সেই গাছটি এখন আর নেই। কোন এক ঝড়ে পড়ে গেছে। রোকেয়া হলের সামনে ছিল একটা জারুল গাছ।

অসাধারণ লাগতো। কতদিন সেই সৌন্দর্য আর দেখা হয় না !!!!! বান্ধবীদের সবাই মিলে হলুদ জামা বা শাড়ি পরাটাও আজ খুব মিস করছি। আর এখানে? গতকাল থেকে গোমড়া কালো আকাশ, রাত থেকে দমকা হাওয়া, ঝির ঝির বৃষ্টি... ভাল লাগছে না...বসন্তের কোন ছিটেফোঁটাও নেই।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।