আমাদের কথা খুঁজে নিন

   

এই কৌতুকটা কেমন?



জাহাজটা প্রশান্ত মহাসাগরের একটা নিঝুম ছোট্ট দ্বীপের পাশ দিয়ে যাচ্ছিল। অনেক দিন পর ডাঙার দেখা পাওয়ায় যাত্রীরা হুমড়ি খেয়ে পড়লো দ্বীপটা কে দেখতে।এমন সময় কোত্থেকে এক লোক দ্বীপের ভেতর থেকে বন জঙ্গল ভেদ করে জাহাজের দিকে পাগলের মত আসতে থাকলো । লোকটার পরনে শতচ্ছিন্ন কাপড়,মাথার ময়লা চুল কাধ বেয়ে নীচে নেমেছে আর দাড়ি হাঁটুতে। শেষ পর্যন্ত লোকটা যখন দেখলো জাহাজটা তাকে অতিক্রম করে চলে যাচ্ছে তখন সে হাত পা ছেড়ে দারুন চেচাতে লাগলো। লোকজন ক্যাপ্টেন কে জিজ্ঞেস করলো ব্যাপার টা আসলে কি? “আর বলবেন না লোকটা মনে হয় পাগল,প্রত্যেক বছর আমাদের জাহাজটা এখান দিয়ে গেলেই সে কোত্থেকে যেন উদয় হয় আর হাত পা ছুড়ে চেচামেচি করে-এ রকম জন মানবহীন জায়গায় পাগলটা যে কি করে এল ,ভারি রহস্যময় কিন্ত!’’-ক্যাপ্টেনের গলায় মমতা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।