গতকাল student কে একটা গল্প পড়চ্ছিলাম। গল্পটি সোজা বাংলায় অবতারনা করছি ,
[[একদিন চিকেন লিকেন খাবারের খোজে বনে গেল। হটাত করে তার মাথায় একটা শস্যর বীজ পরল। চিকেন লিকেন ভাবল হয়তো আকাশ ভেঙ্গে পরছে। সে তাই ঠিক করল এই সাংঘাতিক বিষয়টি অবশ্যি রাজাকে বলা উচিত।
তাই সে রাজার বাড়ীর দিকে রওনা করল। পথে দেখা হল মুরগী লেন এর সাথে। চিকেন লিকেন মুরগী লেনকে বলল ,”তুমি কোথায় যাচ্ছ?”। মুরগী লেন বলল “বনে যাচ্ছি খাবারের খোজে”। চিকেন লিকেন বলল “সাবধান! ওদিকে যেওনা।
আমি এইমাত্র বন থেকে এসেছি, ওখানে আকাশ ভেঙ্গে ভেঙ্গে পড়ছে। তাই আমি রাজার বাড়ীর দিকে রওনা করেছি রাজাকে জানাবার জন্য। ”
মুরগী লেন ফিরে গেল এবং চিকেন লিকেনের সাথে রাজার বাড়ীর দিকে রওনা করল। পথে দেখা হল হাস লাকের সাথে। মুরগী লেন হাস লাককে বলল ,”তুমি কোথায় যাচ্ছ?”।
হাস লাক বলল “বনে যাচ্ছি খাবারের খোজে”। বলল “সাবধান! ওদিকে যেওনা। আমার চিকেন লিকেনের সাথে দেখা হয়েছিল। সে এইমাত্র বন থেকে এসেছে, ওখানে আকাশ ভেঙ্গে ভেঙ্গে পড়ছে। তাই আমরা রাজার বাড়ীর দিকে রওনা করেছি রাজাকে জানাবার জন্য।
”
হাস লাক ফিরে গেল এবং মুরগী লেন এর সাথে রাজার বাড়ীর দিকে রওনা করল। পথে দেখা হল রাজহাস ল্যান্ডার এর সাথে। হাস লাক রাজহাস ল্যান্ডার কে বলল ,”তুমি কোথায় যাচ্ছ?”। রাজহাস ল্যান্ডার বলল “বনে যাচ্ছি খাবারের খোজে”। হাস লাক বলল “সাবধান! ওদিকে যেওনা।
আমার মুরগী লেন এর সাথে দেখা হয়েছিল। মুরগী লেন এর চিকেন লিকেনের সাথে দেখা হয়েছিল ,সে এইমাত্র বন থেকে এসেছে,সে বলেছে , ওখানে আকাশ ভেঙ্গে ভেঙ্গে পরছে। তাই আমরা রাজার বাড়ীর দিকে রওনা করেছি রাজাকে জানাবার জন্য। ”
রাজহাস ল্যান্ডার ফিরে গেল এবং চিকেন লিকেন, মুরগী লেন , হাস লাক সবাই মিলে রাজার বাড়ীর দিকে রওনা করল।
পথে দেখা হল শিয়াল দিয়ালের সাথে।
শিয়াল দিয়াল জানতে চাইলো “তোমরা কোথায় যাচ্ছ?”
সবাই বলল “বনে আকাশ ভেঙ্গে ভেঙ্গে পরছে। তাই আমরা রাজার বাড়ীর দিকে রওনা করেছি রাজাকে জানাবার জন্য। ”
শিয়াল দিয়াল বলল “তোমরা আমার সাথে এসো । আমি তোমাদের রাজার বাড়ীতে নিয়ে যাব। ”
সবাই তখন শিয়াল দিয়ালের সাথে রাজার বাড়ীর দিকে রওনা করল।
কিন্তু শিয়াল দিয়াল সবাইকে তার গুহার দিকে নিয়ে যেতে থাকল এবং শেষে দিয়াল ও তার বাচ্চারা রাজহাস ল্যান্ডার, চিকেন লিকেন, মুরগী লেন , হাস লাক সবাইকে দিয়ে দারুন ভাবে ডিনার করল। এর ফলে তারা রাজাকে জানাতে পারলনা যে বনে আকাশ ভেঙ্গে ভেঙ্গে পরছে। ]]
উপরের গল্পে একটি শিখার বিষয় আছে , আর এমন গল্প আমাদের সামনে অনেকবার এসেছে। কিন্তু আমরা কখনি শিখি নাই। আমরা যে কখনও শিখি না তার প্রমান তথাকথিত ‘Valentines Day’।
আমি কোন যুক্তিতে যাব না। শুধুমাত্র কিছু প্রশ্ন করে শেষ করব। আমরা আসলে কি চিকেন লিকেন নাকি মুরগী লেন নাকি হাস লাক অথবা রাজহাস ল্যান্ডার?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।