আমাদের কথা খুঁজে নিন

   

দিন বদলের পররাষ্ট্রমন্ত্রী

এখন কিচ্ছু মনে আসতেছে না। পরে কইমুনে........

ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণর্ব মুখাজী এবং আমাদের দিনবদলের স্লোগান সুত্রে হওয়া পররাষ্ট্রমন্ত্রী দীপুমনির গতকাল দুপুরে শেরাটনে ছিল যৌথ সংবাদ সম্মেলন। এখানে আনন্দবাজার পত্রিকার সাংবাদিক জয়ন্ত ঘোষাল দীপু মনিকে প্রশ্ন করেন আমরা "পাকিস্তানের পাতানা যুদ্ধের (প্রক্সি ওয়ার) শিকার। পাকিস্তান বাংলাদেশকে তার বাফার ষ্টেট বানিয়ে সন্ত্রাসীদেরকে ভারতে ঢোকানোর চেষ্টা করছে । আমাদের তথ্য অনুযায়ী এখানে ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের ১শরও বেশী ঘাঁটি রয়েছে।

এদের দমন করার ক্ষেত্রে আপনার কর্মপরিকল্পনা কি?" বাফার ষ্টেট আখ্যা দেয়ায় বাংলাদেশী সাংবাদিকরা ক্ষুদ্ধ হয়ে দীপুমনি কি জবাব দেন তার অপেক্ষা করছিলেন। কিন্তু তিনি পুরো জাতিকে হতাশ করে জবাব দিলেন "সন্ত্রাসীদের কোন দেশ নেই, পরিচয় নেই, কোন ঠিকানা নেই, তারা সন্ত্রাসী। বাংলাদেশের মাটি শুধু ভারত নয়, কারো বিরুদ্ধে কোন সন্ত্রাসীকে ব্যবহার করতে দেয়া হবেনা। " এ সময় ক্ষুদ্ধ এক বাংলাদেশী সিনিয়র সাংবাদিক পররাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করেন, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আপনি কি বাংলাদেশকে বাফার ষ্টেট হিসেবে স্বীকার করে নিয়েছেন? এরপরেও তিনি প্রতিবাদ না করে আগের কথাগুলোই বললেন। এ সময় সংবাদ সম্মেলন শেষ হয়ে যাওয়ায় অনেক সাংবাদিক "লজ্জা লজ্জা পররাষ্ট্রমন্ত্রী" বলে সম্মেলন স্থান ত্যাগ করেন।

এই হচ্ছে আমাদের দিনবদলের পররাষ্ট্রমন্ত্রী আর পররাষ্ট্রনীতি! তথ্যসুত্র

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।