আমাদের কথা খুঁজে নিন

   

খুব কষ্টে দিন যায়



আমি আজ সব হারিয়ে বড় কষ্টে জীবন যাপন করছি। আসলে আমি নিজেই জানিনা যে কি পাপ করেছি। সে পাপের সাজা আজ আমাকে পোহাতে হচ্ছে। আমি কখনও স্বপ্নে ভাবিনি যে আমায় এত বড় সাজা দেবে খোদাতালা। ভাবতে আমার বুকটা ফেঁটে যায়।

এখন আমার কাছে মনে হচ্ছে আমি পৃথিবীর সব চেয়ে বড় অসুখি ব্যক্তি। যে কষ্ট বুকের মাঝে চাপা রাখলে বুকের জ্বালা দিগুন ভাবে বাড়ে। কান্নায় বুকটা ফেটে যায়। মানুষের স্বপ্ন গুলে মানুষকে অমানুষ করে দেয়। এত সুখের স্বপ্ন কি দুঃস্বপ্নে রুপ নেয়।

আমার এখন মনে হচ্ছে আমি সত্যিকারের মানুষ না স্বপ্ন মানুষ। এত বড় কষ্ট যে কষ্টে বুক ফেঁটে চৌচির হয়ে গেলেও কান্নার ভাষা খুজে পাইনা। আসলে কষ্ট যে এমন হয় আগে অনুভব করতে পারিনি। আমার মা বাবা আমাকে যখন ২ টাকা চাইলে ১ টাকা দিতেন তখন মা বাবাকে আমার খুব খারাপ লাগতো। আমি তখন বুঝিনি কষ্টের জ্বালা এত অসহনীয় হাজার কষ্ট হলেও ১ টাকা দিয়ে ছেলের মন রাখার চেষ্টা করতো।

আমি তখন বুঝতাম না যে কষ্টের স্বাদ এত অকঠিন। যে কষ্ট গুলো ভাবতেই চোখের গরম পানি অঝরে ঝরতে থাকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।