ঋষির বাণীতে মগ্ন হও হে পাপিষ্ঠরা
---দু:খই সকল সুখের মুল। মানুষের আপসুস করিবার ভ্রম দূর হইলে সে দেখিতে পাইবে জীবনে দু:খের পরিমান কত কম। মনকে স্থির করিয়া লও। দু:খকে খুজ।
---পাপ বলিয়া কিছুই নাই, বিবেকই সব।
তোমার বিবেক যদি ভালবাসিতে বলে তাহলে তুমার ভালবাসিতে হইবে।
---পরনারী পূরুষের উপর বিশ্বাস করিও ততটুকু পর্যন্ত যতটুকু পর্যন্ত তোমার পশ্চাৎদেশে কেও কিছু ঢুকাইতে না পারে। পশ্চাৎদেশ শৃংখলিত কর।
---ব্লগের জীবনে বেশী পরিমারে আকৃষ্ঠ হইও না বেশী, তুমি তোমার আমিকে ভুলিয়া যাইবা।
---একবার ব্যান খাইলেও হাতে নিক তৈয়ার রাখ, নতুবা ক্লান্তিকেশে তোমার বক্ষপিন্জর ফাটিয়া চৌচির হইয়া যাইতে পারে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।