আমাদের কথা খুঁজে নিন

   

লৌহ কপাট

খুব জানতে ইচ্ছে করে...তুমি কি সেই আগের মতনই আছো নাকি অনেকখানি বদলে গেছো...

আমি নিশিতের আমি তিথির আমি লৌহ জন্জাল, আমি হাড্ডিসার মানুষের কন্কাল। আমি ক্ষুধিতের, আমি বিষের জ্বালা আমি নম আমি মম আমি উতালা আমি স্বপ্নের আমি দৃষ্টের আমি অদৃষ্ট আমি সব জয় করি ভাঙ্গি সফলতার জয় ভেরি। আমি নারিন্দা কাড়িয়া আনি সব হিন্দা আমি নম মৃত আমি জিন্দা। আমি দুশমন কাড়িয়া লই জীবন আমি নতত ন্যায়ের সতত আয়ের আমি ভাঙি সব জন্জাল আমি হাড্ডিসার মানুষের কন্কাল। আমি চুষে নেই চুষকের রক্ত আমি নই নরমের যম শক্তের ভক্ত। আমি এ সমাজের হোতা আমি নফ আমি সব আমি ভাঙ্গি সব বাঁধা আমি মাথা তীক্ষ্ন বুদ্ধির আমি তপ্ত ধনুকের তীর। আমি পরাজয়ের আমি ন্যায়ের আমি পানের তিক্ত খয়ের আমি লিখি আমি বিকি আমি অসহায় মানবের সহায় আমি কষ্টের আমি স্বপ্নের আমি উতালা আখিঁ আমি বাকাঁ বাঁশের বাঁশি। আমি নিশি আমি শশি আমি পিশি মাশি সকল ইয়াতিমের আমি নিন্দ আমি বৃন্দ তবুও আমি প্রেমের।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।