একটু একটু
অফিস থেকে নিচে নামছি চা খামু কইয়া। রাস্তার উপ্রে দোকানটা। ছোট্টো একটা বিড়ি রাখার ডেচকি। চা বানানোর মশালা পাতি পাশেই।
মামা একটা চা দেন।
দিতাছি।
হঠাৎ এক মাছআলা আইলো। তার মানে আমার কাহিনিও সুরু হইলো……………
চা এর দোকানদার - কি মিয়া কেমন চলতেছে?
মাছআলা- হ ভাই চলে ভালই চলেতেছে।
চা এর দোকানদার - তা আজকের বেচাকেনা কি শেষ ?
মাছআলা- হ আজকে অনেক তারাতারি সব বেইচ্চা ফেলছি।
চা এর দোকানদার - এতো তারাতারি কেমনে? হপায়তো বেলা দেড়টা বাজে।
মাছআলা- আরে আর কইয়োনা। এক বলদ কাস্টমার পাইছিলাম।
চা এর দোকানদার - একটু খুইল্লা কওতো দেখি।
মাছআলা- আরে আমি ওই বাড়ির নিচ দিয়া যাইতেছিলাম, স্যারে ডাক দিলো। আমি উপ্রে গেলাম।
ওই স্যারগো আবার মুই চিনি। প্রায়ই মোর কাছতোন মাছলয়। তয় মুই আফারে কোনো টাইমে দেহি নাই। আইজগোই পরথম দেখলাম। তো মুই মাছ লইয়া উপ্রে গেছি, দেহি আফায় খারা।
আফায় কয় যা আছে সব কতো? তা মুই কোনো দাম কইবার আগেই আফায় কইলো ৭০০ টাকা দিমু সব দিয়াযা। মুইতো মোনে মোনে খুশি। মোর দাম আছেলো ৪০০টাকা হগোলডি। আফায় জিগাইলো মাছ জ্যাতাতো ? মুই কইলাম, হকাল বেলা লইয়া আইছি। এক্টাও মরা পাবেন না।
তা এই কথা কইতেই আফায় কয় ঠিক আছে। ৮০০টাকা দেই সব দিয়াযা। মুই কিন্তু তহোন পর্যন্ত কোনো দামই কই নাই। এর মাঝে স্যার এ আইলো। স্যার এ কয় কিরে ৮০০ তো কম কয়নাই তোর আফায় দিয়াযা।
তা মুই তহোনও কিছুই কই নাই। মোর লুঙ্গিডা ঢিলা হইয়া গাছিলো, তাই একটু লুঙ্গির গিঠূডা টাইট করোনের লাইজ্ঞা খারা হইলাম। দেহি তহোন স্যার এ কয় আরে যাও কই? ঠিক আছে ১০০০টাকা দেই সব দিয়া যাও। আমি সব মাছডি দিয়া আইলাম। হি হি হি হি কন কি কমু।
মুই কোলোম কোনো দামও কইয় নাই।
বিঃ দ্রঃ কাহীনির স্থান ধানমন্ডি।
এই কাহীনি আমি, চা এর দোকান আলা, পাশের দুই একটা লোক এবং একটা যুবক পোলা শুন্তেছিলাম। তখন ওই যুবক পোলাটা কয়, মামা কোন বাসাটা একটু কওতো। মাছআলা হাত দিয়া দেখাইলো ওই বাসাডা, ৩ তলা।
তখন ওই পোলায় কয়। আরে আমিতো চিনি ওগোদের। ওই বাসার লোকটা কোনো কাম করে না। অয় আর অর বউ বাসায় থাকে। অর ভাই থাকে দুবাই।
ভাইয়ে টাকা পাঠায়, আর তারা এইখানে ফুটানি মারায়। আগে নাকি বিজনেস করতো এখন কিছুই করেনা।
হা হা হা হা হা ………
তাইলে দেখেন, দেশের টাকা কিভাবে খরচ হইতেছে ? আর জিনিশ এর দাম বারতেছে তাতে এইসব লোকদের কি কিছুই যায় আসে নাকি ? বিদেশে থাকা ভদ্রলোকরা , তারা কতো কস্টো কইরা টাকা কামায়। আর সেই টাকা দিয়ে কি হইতেছে। তার ছোট্টো নমুনা সেই দিনই দেখলাম।
তাই এইযে কামলা ও বাইরে থাকা ভদ্র লোকজনরা। একটু খোজ খবর নিয়েন আপনার কস্টের টাকার কি সৎ ব্যবহার হইতেছে কিনা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।