আমাদের কথা খুঁজে নিন

   

১২ জুন ২০০৪ এ লেখা একটি

ডুবোজ্বর

১২০৬০৪ বারান্দায় ধোঁয়া ছিলো আবেশে কাতর সে যায় নি ওখানে টুকরোপাথর পড়েছিলো ছত্রাকের কামনায় গ্রীষ্ম ছিলো তার শত্রু কাঁদতে না পেরে সে হেসেছিলো ঝিরি বাঁশের কঞ্চি ছিলো হাওয়ার কাঁকালে বাঁশবনে প্রতীক্ষা ছিলো বাঁশি হবে বলে ফর্সালোকটা এসে সমূলে কেটে নিলো বানালো বাহারিছিপ এখন ফাৎনার উঠানামা দেখে প্রান্তিকজলে ধোঁয়ার ঠিক ওপারেই তার গন্তব্য ছিলো মাঝখানের জলোত্তীর্ণপথ আর মাড়ায় নি পাথর পেলো না তার সবুজাভপ্রেম বাঁশের কঞ্চি উঠলো না শ্যামলঅধরে সে পেলো না শ্মশান উড়ানোর সোনালিসুখ তারপরও কাঁটাগাছে পাতার বদলে ফুটলো কিংশুক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।