ছিমছাম বিকেলের সোনা সোনা রঙ মেখে
নীলাঞ্জনা বলেছিল--এ জীবন অনন্ত হোক
তখনই কোন এক বাঁধানো সমাধি প্রত্যাশায় উন্মুখ--
দু'একটা শ্বেতপুষ্পের লোভে...
তখনই কোন এক কুমারীর কুসুম বুকে
হয়তো বা অকাল বৃষ্টি--
উপুরচুপুর ভেজাভেজি...
নীলাঞ্জনা জেনেছিল জীবনের অন্ত আছে
নীলঞ্জনও জানতো--জীবনের হঠাৎ হঠাৎ-ই...
প্রিয় নাম প্রিয় ক্ষণ ক্ষণস্থায়ী বলে
মাঝে মাঝে দাবি ওঠে--
এ জীবন অনন্ত হোক--
নীলাঞ্জনা! যদি তাই হয় জীবন তোমার
অন্তহীন অমর অব্যয়--
পৃথিবীর স্বাদ পাবে তুমি!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।