কলপনার মাঝে ভেসে আছি
আপনারা কি টেলিপ্যাথী বিশ্বাস করেন? ২-৩ বছর আগে সময়টা মনে নেই। আমি মনেপ্রানে আমার এক কাজিন(মামাতো বোন)কে দেখতে চেয়েছিলাম। হঠাৎ মাথায় টেলিপ্যাথী শব্দটি ঘুরপাক খাচ্ছিল, মনে মনে তিনবার ওর নাম উচ্চারন করলাম। তার কিছুক্ষন পর মামা আর ও আমাদের বাসায় আসে। আমি তখোন অবাক হয়ে গেলাম।
এরপর মাঝে মাঝে এরকম ভাবে কাউকে দেখতে চেয়েছিলাম। কিন্তু এরকম ঘটনা আর ঘটেনি, হয়ত আমার চাওয়াটা তেমন দৃঢ় ছিল না। তবে ছোট খাট ব্যাপারের বেলায় টেলিপ্যাথী পদ্ধতিতে মিলে গেছে।
মাঝখানে হয়ত অনেকদিন পোষ্ট আর লেখা হয়ে উঠবে না। তাই জানিয়ে দিচ্ছি অতি শ্রীঘ্রই আমি ব্লগের তিন বছরের সিড়িতে পা রাখতে যাচ্ছি।
মাঝে মাঝে ব্লগের প্রতি আমার খুউব অভিমান হত। মাঝে কিছুদিন ব্লগ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতাম। আবার অভিমান কেটে গেলে চিরচেনার মাঝেও অচেনা ব্লগে ফিরে আসা হত। কি এক অদৃশ্য মায়ার আবরনে ব্লগ আমায় জড়িয়ে রেখেছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।