সুখীমানুষ
পাছে দেরী হয়ে যায় মরি এই ভাবনায়
যায়রে সময় যায়, সংশয়ের দোলায়। ।
সে আমারে বুঝে, আমিওকি বুঝি তারে
এই দ্বিধার পাহাড় নিত্য চাপে আমারে। ।
বড় ভয় হয় সময় যে যায় বয়েই বৃথায়।
শত কথা হয়, কথার পিঠে কত কথা
কি করে বলো বলি তারে সেই আকুলতা। ।
কেউ বা এসে যদি তারে সে কথা বলে যায়।
মরি সেই ভাবনায়, মরি কেবল সেই ভাবনায়।
৮-২-০৯, ঢাকা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।