সুন্দর সমর
একটু আগে এক বন্ধু ই মেইল করেছে, সেটা শেয়ার করছি।
'আমি যে মফস্বল শহরে মানুষ হয়েছি সেখানে পাড়াতুতো মামা, চাচা, নানা সহ নানারকম মুরব্বিদের কমতি ছিলো না। এ ছাড়া কমন নানা, মামা এবং চাচা ছিলেন বেশ কয়েকজন। কমন নানা মানে হল তিনি বাপের নানা, পুতের নানা। এরকম কমন নানা মামা চাচা এখন বাংলাদেশের বহু জায়গায় পাওয়া যাবে।
ক্লাস এইট বা নাইনে পড়ি। এক কমন নানার সাথে কথায় কথায় মশকরা বলে বললাম, নানা তোমার বউটা পুরান হয়ে গেছে। এখন আমাকে দিয়ে দাও। যে ভাবে বড় ভাইয়ের পুরান জামা কাপড় আমরা পাই সে ভাবে আর কি!
নানা জববে বললেন, আরে আহাম্মক নাতি, বউ কখনো পুরান হয় না। এই ধরনা আমি যখন বিয়া করি তখন আমি হইলাম বাড়ির একদম ছোট পোলা আর তোর নানী আছিলো তাগো বাড়ির বেবাকের বড়।
সে যখন আমাগো বাড়ি আইল তখন তার রূপ বদল্যা গেল। একই ভাবে পুতের মা, ঝিয়ের মা হইল। তার রূপ বদলাইল। তারপর পুতের বউয়ের শাশুড়ি হইল, মাইয়্যার জামাইয়ের শাশুড়ি হইল তাও রূপ বদলাইল। এখন মরতে মরতে তিনি বাড়ির বড় বউ হইয়া গেছে... রূপ বদলাইছে।
তাই যার রূপ এমন দফার দফায় বদলায় সেই বউ পুরান হওয়া চান্স পাইল কখন? ক তো দেখি?'
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।