আমাদের কথা খুঁজে নিন

   

বই মেলাতে গেলাম কিযে মজা পেলাম তারই কিছু আবোল তাবোল নিচে দিয়ে গেলাম

অপেক্ষায় আছি এখনো............

বই মেলাতে গেলাম কিযে মজা পেলাম তারই কিছু আবোল তাবোল নিচে দিয়ে গেলাম । ---------------------------------------------------------------------------- । ১। ছোট্ট খোকা মায়ের হাতে বাবার হাতে বই, খোকা বলে, ঐ দেখ মা দাদু খাচ্ছে দঈ । ।

। ২। কিশোর ঘুরে কিশোরী দূরে অভিমানী গাল, বাধ সেধেছে বুড়ো খুকুরা চানাচুরে ঝাঁল । । ।

৩। যুবক যুবতী আত্মহারা বইয়ের চেয়ে গায়ে পরা, বই না দেখে ঘুরছে তারা বইয়ের দাম ভাই আকাশ চড়া । । । ৪।

বুড়া বুড়ি হুড়োহুড়ি শুধুই করছে, ভিড়ের চাপে তারা হাপিয়েই মরছে । । । ৫। লম্পট ছোকরা চম্পট দিচ্ছে, ফাঁকতালে আবডালে সুযোগ নিচ্ছে ।

। । ৬। বই মেলা নাম করে অনেকেই করে প্রেম, ফাঁউ পেয়ে ফাঁকতালে অনেকেই খ্যালে 'গেম' । ।

। ৭। প্রকাশক মওকাতে উচু দাম লিখিয়া চালাকি শিখিয়া পাঠককে বিকিয়া টাকা নেয় নিকিয়া । । ।

৮। আমি ভাই বোকা নাই এই সব দেখিয়া, আবডালে এই ব্লগে দিলাম লিখিয়া । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।