এই ব্লগের সব লেখা সর্বস্বত্ব সংরক্ষিত
আজকাল প্রতিটি কাজই যেন মনে হচ্ছে ঘুরে ফিরে আবার শুরুর জায়গাতে এনে দাড় করিয়ে দিচ্ছে ... কিভাবে কি হচ্ছে কে জানে
সারা বছর পড়ার পরে পরীক্ষার আগের রাতে মনে পড়ে আরে এতটা সময় কি করেছি ... সবই চ্যাপ্টারই তো পড়া বাকী মনে হচ্ছে ... এখন কোনটা রেখে কোনটা পড়ি ....
সারাদিন কাজের শেষে সন্ধ্যাবেলা ক্লান্ত হয়ে ঘরে ফিরলে মনে হয় আরে সারা দিন তো কিছুই করিনি ... সব কাজই তো বাকী আছে ... আজকের কাজ গুলো তবে কবে শেষ করবো ?
অনলাইনে ফট-ফটা-ফট শব্দে ঝড় তুলে ঘন্টার পর ঘন্টা চ্যাট করার পরে অফলাইনে যাওয়ার পরেও মনে হয়, উফ ! সময় কি চোখ ধাধিয়ে চলে গেলো নাকি, .... নাহলে এভাবে ওর চলে যাওয়ার সময় হয়ে গেলো কেন ?....
সারা রাত প্রিয়ার সাথে ফিসফিস করে মুঠোফোনে গল্প করে ফোনটা কেটে দিতেই মনে হয় আরে .. অনেক কিছুই তো বলা হয়নি ...যা বলার ছিল তার কিছুই তো বলা হলো না ...
ক্লান্ত হয়ে ঘুমুতে যাওয়ার পরেই যেন ঘুম ভেঙ্গে যায়, দেখি -- ঘুমের সময় শেষ ... আহারে ! ঘুমেরও সময়েও গন্ডগোল ?
কিভাবে আর কবে যে এই গোলক ধাধার জীবন থেকে একটু মুক্তি পাব ..... কে জানে ...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।