কোমায় থাকা ব্লগ
আজ ফ্লেক্সিলোড ব্যবসায়ীকেই উল্টো ফ্লেক্সিলোডেড করে দিলাম, নিজেই!
একটু সময় দিন। খুলেই বলি।
বৃহস্পতিবারের অর্ধবেলা ছুটিটা কাজে লাগিয়ে চট করে বেরিয়েছি অফিস থেকে! যাবো ফার্মগেট ঘুরে নীলক্ষেত ছুঁয়ে পলাশী-বুয়েট প্যাভেলিয়ন। কিন্তু পকেটে আবার খুচরো টাকার মহাশ্মশান। পাঁচশো টাকার নোটটাকে কুচিকুচি থুড়ি খুচরো করার খুব চমতকার উপায় জানা আছে আমার! মোড়ের পাশের যেকোন দোকানে একটু খানি ‘নমনীয়’-লোড করে নিলেই হয়।
যথারীতি... হমম... যথারীতি The Shop Around The Corner ১ এ নম্বর লিখে … পঞ্চাশ টাকার বিপরীতে পাঁচশো ধরিয়ে দিয়েই …. ফেরতযোগ্য টাকার তাগাদা দিয়েই ভেগে যাওয়ার পাঁয়তারা করছিলাম।
কিন্তু না, ব্যাটে বলে হলোনা। ব্যাটসম্যান আবারও পরাস্ত। বল সোজা উইকেটকীপার এর কাছে। ডট বল।
কড়--কড়...টিউনিং।
হঠাত করে চ্যানেল চেঞ্জ হবার দুঃখিত।
যা বলছিলাম, দোকানী আর্তনাদ করলো, “ভাই, খুচরো দেন। আসল মালিক একটু বাইরে গেছে। টাকা নাই কাছে।
” আমিও ‘আশাপ্রদ’ ভাবে বিরক্ত। বললাম, “তাহলে নম্বরটা কেটে দিন। আমি অন্যজায়গা থেকে ফ্লেক্সি করে নেবো। ”
ঠিক আছে।
লোকাল বাসের জনারণ্যে একা দাঁড়িয়ে রাজা উজির মারছি।
এমন সময় অপরিচিত নাম্বারের ফোন, “ভাই, ভুল করে আপনার নম্বরে টাকা পাঠিয়ে দিছি। আপনি তো টাকা দেননি। ” কথাটা সবুজ পাতার উপর ধুলো জমার মতই সত্য!
বললাম, “বাসে আছি। নামলেই টাকা পাঠিয়ে দেবো। ”
“ভাই দিয়েন কিন্তু।
খুব ভালো হয়। ”
“আচ্ছা দেবো। ”
“দিয়েন কিন্তু ভাই”
“আচ্ছা, বললাম তো দেবো! ফার্মগেট নেমেই আপনার নম্বরে ফ্লেক্সি করে দেবো! ”
“দিলে খুব ভালো হয়, ভাই। ”
এরপরও আরো ২ বার ফোন করে একই কথা! কিন্তু ফার্মগেট যেতে তো সময় লাগবে!
সবশেষে ফার্মগেট নেমেই ৫০ টাকার খালাস দিতেই সর্বশেষ ‘ধন্যবাদ’ সূচক মিসড-কল!
তেলা মাথায় তেল দেয়া।
কিংবা ফ্লেক্সিলোডারকেই ফ্লেক্সিলোডেড করা।
একই কথা!
১ এই নামটা আমার বেশ পছন্দের। চল্লিশের দশকের হলিউডের একটা মুভির নাম ছিলো “The Shop Around The Corner”। যেটা হয়তো অনেকের ই দেখা হয়ে ওঠেনি। কিন্তু রিমেকটা বোধহয় দেখেছে অনেকে। “You’ve Got Mail!”- টম হ্যাঙ্কস আর মেগ রায়ানের এর চমতকার একটা রোমান্টিক মুভি।
* আজও আরেকজন ফ্লেক্সিলোড-ওয়ালা ভুল করে ১০০ টাকা বেশি পাঠিয়ে ফোন করে হাল হকিকতের খবর নিয়ে শেষে বললো, “ভাই আপনাকে কী ভুল করে ১০০ টাকা বেশি পাঠিয়েছি?”
ইচ্ছা করলে, ব্লগটা আবার নতুন করে পড়তে পারেন।
আজ ফ্লেক্সিলোড ব্যবসায়ীকেই উল্টো ফ্লেক্সিলোডেড করে দিলাম, নিজেই!
একটু সময় দিন। খুলেই বলি।
বৃহস্পতিবারের অর্ধবেলা ছুটিটা কাজে লাগিয়ে চট করে বেরিয়েছি অফিস থেকে! যাবো ফার্মগেট ঘুরে নীলক্ষেত ছুঁয়ে পলাশী-বুয়েট প্যাভেলিয়ন। কিন্তু পকেটে আবার খুচরো টাকার মহাশ্মশান।
পাঁচশো টাকার নোটটাকে কুচিকুচি থুড়ি খুচরো করার খুব চমতকার উপায় জানা আছে আমার! মোড়ের পাশের যেকোন দোকানে একটু খানি ‘নমনীয়’-লোড করে নিলেই হয়। যথারীতি... হমম... যথারীতি The Shop Around The Corner ১ এ নম্বর লিখে … পঞ্চাশ টাকার বিপরীতে পাঁচশো ধরিয়ে দিয়েই …. ফেরতযোগ্য টাকার তাগাদা দিয়েই ভেগে যাওয়ার পাঁয়তারা করছিলাম।
কিন্তু না, ব্যাটে বলে হলোনা। ব্যাটসম্যান আবারও পরাস্ত। বল সোজা উইকেটকীপার এর কাছে।
ডট বল।
কড়--কড়...টিউনিং।
হঠাত করে চ্যানেল চেঞ্জ হবার দুঃখিত।
যা বলছিলাম, দোকানী আর্তনাদ করলো, “ভাই, খুচরো দেন। আসল মালিক একটু বাইরে গেছে।
টাকা নাই কাছে। ” আমিও ‘আশাপ্রদ’ ভাবে বিরক্ত। বললাম, “তাহলে নম্বরটা কেটে দিন। আমি অন্যজায়গা থেকে ফ্লেক্সি করে নেবো। ”
ঠিক আছে।
লোকাল বাসের জনারণ্যে একা দাঁড়িয়ে রাজা উজির মারছি। এমন সময় অপরিচিত নাম্বারের ফোন, “ভাই, ভুল করে আপনার নম্বরে টাকা পাঠিয়ে দিছি। আপনি তো টাকা দেননি। ” কথাটা সবুজ পাতার উপর ধুলো জমার মতই সত্য!
বললাম, “বাসে আছি। নামলেই টাকা পাঠিয়ে দেবো।
”
“ভাই দিয়েন কিন্তু। খুব ভালো হয়। ”
“আচ্ছা দেবো। ”
“দিয়েন কিন্তু ভাই”
“আচ্ছা, বললাম তো দেবো! ফার্মগেট নেমেই আপনার নম্বরে ফ্লেক্সি করে দেবো! ”
“দিলে খুব ভালো হয়, ভাই। ”
এরপরও আরো ২ বার ফোন করে একই কথা! কিন্তু ফার্মগেট যেতে তো সময় লাগবে!
সবশেষে ফার্মগেট নেমেই ৫০ টাকার খালাস দিতেই সর্বশেষ ‘ধন্যবাদ’ সূচক মিসড-কল!
তেলা মাথায় তেল দেয়া।
কিংবা ফ্লেক্সিলোডারকেই ফ্লেক্সিলোডেড করা।
একই কথা!
১ এই নামটা আমার বেশ পছন্দের। চল্লিশের দশকের হলিউডের একটা মুভির নাম ছিলো “The Shop Around The Corner”। যেটা হয়তো অনেকের ই দেখা হয়ে ওঠেনি। কিন্তু রিমেকটা বোধহয় দেখেছে অনেকে।
“You’ve Got Mail!”- টম হ্যাঙ্কস আর মেগ রায়ানের এর চমতকার একটা রোমান্টিক মুভি।
* আজও আরেকজন ফ্লেক্সিলোড-ওয়ালা ভুল করে ১০০ টাকা বেশি পাঠিয়ে ফোন করে হাল হকিকতের খবর নিয়ে শেষে বললো, “ভাই আপনাকে কী ভুল করে ১০০ টাকা বেশি পাঠিয়েছি?”
ইচ্ছা করলে, ব্লগটা আবার নতুন করে পড়তে পারেন।
{লেখাটি ফেসবুকে ও দেয়া হয়েছে!}
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।