আমাদের কথা খুঁজে নিন

   

আধা টেকি পোস্টঃ ফটোশপ একশন

... ... ... ...
প্রথম আধা টেকি পোস্ট ছিল আমার পিসি...আমার সার্ভার । সে পোস্টে ব্যাখ্যা দেইনি কেন "আধা" বিশেষণটা "টেকি"র আগে লাগিয়েছিলাম। এই পোস্টে বলি। আমি সাধারণত কোনো একটা সফটওয়ার সম্পর্কে পুরো ধারণা না দিয়ে অল্প কিছু বলি, অনেকটা ফাঁকিবাজি আর কি...পুরাটা বলতে আইলসা লাগে, জানিও না পুরাপুরি। তাই এইসব আধাটেকি পোস্ট পড়ে আসলে কিছু শিখতে পারবেন না, তবে বিভিন্ন সফটওয়ারের ছোটখাট ব্যবহার শিখতে পারবেন।

ফটোশপের জগতে আমার দৌড়াদৌড়ি বাচ্চাদের লেভেলে...তাই দৌড়াদৌড়ির আগে হাঁটা শিখলাম কেমনে সেটা বলি। প্রথম ফটোশপের প্রতি আগ্রহ জন্মালো যখন জানলাম এইটা দিয়ে ছবির বিভিন্ন কারসাজি করে এর সাথে ওরে জোড়া দেয়া যায়। ব্যাপক আগ্রহ নিয়ে শিখা শুরু করলাম...হায়! আমার জ্ঞান ওই জোড়া লাগানির পর্যায়েই রয়ে গেল। ক্রিয়েটিভ কিছু করতে পারলাম না। বিভিন্ন ছবি নিয়ে এই ছবির সাথে ওই ছবিরে জোড়া দিয়ে, এফেক্ট দিয়ে কাজ চালায় নিতে লাগলাম।

কাজ খুব একটা খারাপ চলেনি...টার্ম প্রোজেক্টে নিজের গেম প্রোজেক্ট সহ আরো কয়েকজনের প্রোজেক্টের ইন্টারফেস এর জন্য কাজ করেছি...ভালোই হইছিল। যাই হোক...আজকে ফটোশপের কিছু একশন আর কাজে লাগানোর উপায় দিলাম। ফটোশপের একশন ফাইলগুলা ছবিতে এফেক্ট দেয়ার জন্য কাজে লাগে... নবিশদের জন্য খুব কাজের। কিছুই জানা লাগে না। পোস্টের ছবিগুলা এডিটে ব্যবহার করা একশন ফাইলগুলা পোস্টের শেষে দিলাম।

তো, শুরু করা যাক... ছবির মূল কপি নিচে একশন পরবর্তী ছবি দেয়া হলো। black n white dreaming hard love happy inverted mary inverted mary blue missing mile(আমার প্রিয় একটা এফেক্ট) black n white grain soft bleach soft love spring summer spooky upd!! আগের ছবিটা একটু এডিট করছি...কেন যেন একটু বাঁকা হলে ফ্রেমের ছবি ভালো লাগে comic(কিছু কিছু ছবিতে এই এফেক্টটা কমিক্সের মতো দেখায়, আমি অনেক ব্যবহার করছি) এবার সিস্টেম শিখেন। যেই ছবিটাতে এফেক্ট দিতে হবে সেটা ওপেন করুন। তারপর ডানপাশের উইন্ডোগুলোতে দেখেন actions উইন্ডো পাওয়া যায় কিনা। না গেলে উপরের মেনু টুলবার থেকে windows>action সিলেক্ট করুন।

দেখুন ডান পাশে history এর পাশে action নামে একটা ট্যাব আছে। ট্যাবের কোণায় নিচের ছবির মতো করে লেফট ক্লিক করলে মেনু আসবে। সেখান থেকে load actions দিয়ে *.atn ফাইলটা খুলুন। তারপর আপনার action উইন্ডোতে সেই একশনটা দেখতে পাবেন। এবার একশনটা expand করে প্রথম যে অপশন পাবেন(ছবিতে start) সেটা সিলেক্ট করুন।

নিচে play বাটনটি ক্লিক করুন। ব্যস...তারপরের খেলা ফটোশপ দেখাবে...আপনে শুধু দেখবেন । মাঝে মাঝে কিছু কনফার্মেশন আসবে। বুঝলে ভালো, কিছু না বুঝলে চোখ বন কইরা ok কইরা দিবেন(আমিও আগে তাই করতাম )। উপরের এফেক্টগুলো যদি কারো খারাপ লেগে থাকে তাহলে বলি, কোনো এফেক্টই আসলে খারাপ না, একেক ধরণের ছবিতে একেক ধরণের এফেক্ট মানায়।

আমি এক ছবি দিয়ে উদাহরণের চেষ্টা করলাম আর কি! একশন ফাইলসমূহঃ ১. ফটোশপ কালার একশনস প্রথম থেকে spooky এর আগ পর্যন্ত সবগুলা ছবির একশন এই এক ফাইলে দেয়া, যে এফেক্টটা দরকার সিলেক্ট করে প্লে করলেই চলবে। ২.spooky ৩.upd!! ৪.comic ***ডিসক্লেইমারঃ একশন ফাইলই ফটোশপের সব না। কিছু কাজ শিখে করতে হয়। ওইসব শেখার আগ্রহ থাকলে অনেক ভালো সাইট আছে। প্রো-লেভেলের একটা সাইট হলো এইটা http://psdtuts.com/ তবে একশন ফাইল থেকেও আপনি অনেক কিছু শিখতে পারেন।

প্রতিটা একশন ফাইল আসলে অনেকগুলো করে দেয়া কাজের সমষ্টি। আস্তে আস্তে দেখলে বুঝতে পারবেন। একশন ফাইল গুলো একশন উইন্ডোতে এক্সপান্ড করেও দেখতে পারেন। আর নিতান্তই আইলসা হইলে photoshop actions লেইখা গুগল মামুরে জিগান আর নতুন নতুন একশন নামায় ছবি এডিট করা শুরু করেন।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।