আিম একজন আইনজীবী। আপন মনে েলখােলিখ করতে ভাল লাগে।
অনেকদিন থেকে ভাবছি ওর ডায়রীটা প্রকাশ করবো।
কিভাবে করা যায় ভাবতে ভাবতে এ মাধ্যমটাই আমার কাছে শ্রেয়
মনে হোল। ওর জন্য তো কিছুই করতে পারিনি আমরা! যদিও
ব্যাপারটা আমাদের কারোই জানা ছিল না।
ডায়রীটা যখন হাতে
আসলো, তখন অনেক দেরী হয়ে গ্যাছে...............। ও তখন আমাদের
ছেড়ে অনেক অনেক দুরে চলে গ্যাছে। একটা গল্প যেন। কিনতু সত্য।
ওর বয়সের সবারই পড়া দরকার।
বয়সটা ছিল ওর তখন ২৩। ফাইনাল
ইয়ার ছিল,দুমাস পড় পরীক্ষা দিত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।