একখানা মতামত দিয়েন কিন্তু!!!!!! শাহবাগে গিয়ে মন একেবারেই খারাপ হয়ে গেল। ধিক্কার দিতে ইচ্ছে করছে নিজেকে। (কু) রাজনীতি থেকে কি আমরা কখনই বেরিয়ে আসতে পারব না? সাধারণের সেন্টিমেন্ট নিয়েও রাজনীতি?
স্বাধীনতা পরবর্তী প্রজন্ম (যুবকরা) যারা এই সমাবেশে উপস্থিত হয়েছে তাদেরকে ম্লান করে দিল কিছু অসৎ লোকেরা।
* এ যেন রাজাকারদের বিচারের চাওয়া নয়; বরং জামাত-শিবির ধ্বংসের সমাবেশ।
* যে শপথ বাক্য পাঠ করা হলো তাতে একটি বারের জন্যেও বলা হলো না সকল রাজাকারের বিচার চাই তাই সে যে দলেরই হোক।
কিংবা অন্যায়ভাবে সকল হত্যার বিচার চাই।
* পিলখানা হত্যার, বিশ্বজিত হত্যার কিংবা সাগর রুনীর হত্যার বিচার চাওয়া হলো না এ সমাবেশে।
অনেক আশা নিয়ে গিয়েছিলাম। মনে করেছিলাম সত্যিকার অর্থে আজ বাংলার দামাল ছেলেরা জেগেছে স্বাধীনতার চেতনায়। কিন্তু এ কি ! এ যে রাজনৈতিক সমাবেশ।
তাহলে কি সত্যিই এটা সরকারের নাটক। মঞ্চে অবশ্য সরকারের তাবেদারদের প্রাধান্যই বেশী দেখলাম।
এ সমাবেশকে আমি ধ্বিক্কার জানাই।
থু থু দেই...
ছি ! ছি!
আসুন আমরা শপথ করি:
১. আমাদের এ মঞ্চে আমরা কোনো রাজনৈতিক নেতাদের দেখতে চাই না। এটা চলমান রাজনীতির অনেক উর্ধে।
২. এ সমাবেশ হবে সকল ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিপক্ষে। সেখানে দল মত গুরুত্বপূর্ণ না। মানুষই গুরুত্বপুর্ণ।
৩. সকল রাজাকারদের বিচার চাই। ফাসী চাই।
৪. রাজাকার সে যেই হোক, বিচার চাই; ফাসী চাই।
৫. শেখ মুজিবের করা রাজাকারের তালিকা ধরে সবার বিচার চাই।
৬. সকল অন্যায় হত্যার বিচার চাই।
৭. সকল দূর্ণীতির বিচার চাই।
৮. জাতীও ঐক্য চাই।
৯. দেশের স্বার্থে সবাইকে এক হতে হবে।
১০. রাজনীতি ক্ষমতা লাভের জন্যে না, দেশ ও জাতির কল্যাণ করার জন্যে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।