আমাদের কথা খুঁজে নিন

   

মওদুদ,র্মিজা ফখরুল,হানিফ সাবধান সাবধান পক্ষ নিলে রক্ষা নাই।

জাগো বাহে কোনঠে সবাই সাহারা খাতুন,সাজেদা চৌধুরী, হানিফ, মুন্নি সাহা জবাব পেয়েছেন এবার জবাব পেতে অপেক্ষায় আছেন র্মিজা ফখরুল, ব্যারিষ্টার মওদুদ। র্মিজা ফখরুল জেল থেকে ছাড়া পেয়ে জিয়ার মাজার জিয়ারত করতে যান। সাবাদিকরা প্রশ্ন করনে শাহাবাগ আন্দোলনে আপনার অভিমত কি? ফখরুল বলেন শাহাবাগের আন্দোলন জনগনের আন্দোলন বিজয় হবেই। মওদুদ বলেন সরকার নিজের ফাঁদে নিজেই মরেছে। নিজের ফাঁদ মওদুদ সাহেব শুনুন আপনি রাজাকারের ব্যারিষ্টার আপনার কোনো কথা এই শাহাবাগে স্থান পাবে না।

র্মিজা সাহেব শুনুন আপনারা চুপ আছেন চুপ থাকেন নইলে আপনার দোস্তরা কষ্ট পাবে। ওদের মনে ব্যাথা দিলে আল্লহ কষ্ট পাবে। আপনারা কেন বলছেন শাহাবাগ নিয়ে কথা। বেশি কথা বললে ক্ষমতায় যেতে পারবেন না। শাহাবাগে জনতার ঢল দেখে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে।

তারা কখনই শাহাবাগের আন্দোলনে সংহতি প্রকাশ করতে পারেনা তাদের নৈতিক অধিকার নেই। এই আন্দোলন থেকে বিএনপি কোন সুযোগ নিতে পারবেনা্। ওদের মুখে কুলুপ এটে দিয়েছে আল্লহ তায়ালা। ওরা রাজাকার রক্ষার্কতা। আল্লাহ ওদের হেদায়তে করবে নিশ্চয়??? আরো বলতে চাই শাহাবাগের আন্দোলনে জনতার ঢল দেখে যারা উদ্দীপ্ত হচ্ছেন সুযোগ নেওয়ার জন্য তাদের বলতে চাই হুশিয়ার সাবধান পক্ষ নিলে রক্ষা নাই।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।