আমাদের কথা খুঁজে নিন

   

নব বিদ্রোহ

নাম ছিলনা স্বপ্ন গুলোর........প্রতিবিম্বিত অবয়ব তাড়িয়ে বেড়ায় নিজেকে।

আমি ভাই, এ যুগের নতুন ত্রাস মম অন্যায় আর অনাচার সকলি করিব গ্রাস। আমি সন্ত্রাস! আমি কলমের সাথে লিখিয়া চলিব ছাড়িব না তব হাল, অন্ধকার এই মানব জাতির হব নব দিকপাল। আমি গহীন অরন্যের হিংস্র মানব বুঝি না ক কিছু, মানি না ক আদব। আজি আপন সীমানার বাঁধন ভাঙ্গিয়া গড়িব বিশ্ব নতুন করিয়া ধরনীর বুকে উঠিব জাগিয়া মম নব উদ্যম।

বলিব না কথা তব নত শিরে জীর্ণতাকে জ্বালাইয়া দিব আজি তোমাদের ভীড়ে। ত্রিভূবনের যত বাধা,যত হিংস্র শত্রু দল কাওকে আমি গুনিব না আজ কে যাবিরে আজি চল! চঞ্চল আমি, হিংস্রতাকে করিয়াছি আজি বরণ সকলে আজিকে বুঝিতে পারিবে শুনিবে পদ চরণ। ধরনীর বুকে মৃত্তিকা খনি কাঁপিয়া উঠিবে হিমালয় জানি, সায়রের বুকে জোয়ার আসিবে নামিবে না তব পানি। তপ্ত হৃদয়, উগ্র আমি বিসর্জন দিয়াছি যত গোড়ামী তব বাধা মানিব না আজ দোলিত করিব, পড়িব তাজ রাজার আসন আপন করিয়া ফিরিব ঘরেতে আজ। ..................................... সুপ্ত হৃদয় যবে বন্দিনু কুক্ষনে ছিনিয়ে এনেছিলুম একুশের আহবানে, স্বাধীনতা তব আনিয়াছি মোরা ঝরায়েছি রক্ত, যুদ্ধের ময়দানে।

আজি কেন তবে নীরব তোরা? মুছে ফেল যত জীর্ণ জরা শত্রুর বুকে করিব খেলা নব প্রাণ স্পন্দনে। তব মোরা মানিব না হার, জীবন দিয়া ছিনিয়া আনিব, মাটির হইবে আজি নব উদ্ধার। ঘর ছেড়ে আজ বাহিরে আসিয়া জীবন বিলাইয়া হাসিয়া হাসিয়া বিদ্রোহী মোরা,দৃঢ় বিশ্বাস ভিন্ন করিব শত্রুর শ্বাস। ত্রি যুগের তব দীর্ঘ নিশ্বাস রাখিব না মম, ছাড়িবো আজ বিদ্রোহীর দলে ঢুকিয়াছি তব বিদ্রোহ; নব বিদ্রোহ সূচনা করিলাম আজ। [ নজরুল তো পরাধীন দেশে শোষকদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষনা করেছিলেন, আমরা না হয় স্বাধীন দেশে, স্বাধীনতার জন্য আরও একবার বিদ্রোহ ঘোষনা করলাম।

আপনি আছেন তো আমাদের সাথে???] প্রথম প্রকাশঃ বিবর্তন বাংলা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।