আমাদের কথা খুঁজে নিন

   

২২ মার্চ ২০০৬ এ লেখা চারটি

ডুবোজ্বর

২২০৩০৬-১ বিলাসী চাঁদের ভুলে শুয়ে থাকা রাত গন্ধকে চিনে নিলো বহুদূর পার হয়ে ওখানে তাদের দুঃখগুলি জলরঙে আঁকা বাতাসের ছবি সব মনে পড়ে পাড় ভেঙে বানভাসি জল পাড়ি দিলো কোথাও আমি সেই পাড়ের চিহ্ন ছিলাম আর নেই কিছু আরও আছে যাকিছু উত্তরে আমি গিয়েছি চলে দুচোখ ফেলে অগোচর পাতাঘরে ওইখানে ধূলিকণা উড়ে যাবে চিরদিন আমাকে ছেড়ে ----------------------------------------------------------------- ২২০৩০৬-২ আমার কাছে সুতো ছিলো তার কাছে ঘুড়ি আমরা দুইটি ছায়াছিন্নসভ্যতার পালক খুলে ঘুড়ি উড়ালাম সারাটা দুপুর বিবেলবেলা আমাদের মন আর্দ্র হলে ঘুড়িটা নামালাম একটি ঝোপের আড়ালে ওটা রেখে পরস্পর চুম্বন করলাম দুইসভ্যতা চুম্বন তারপর প্রকৃতি হলাম এবং প্রকৃতির সাথে মিশে একটি ঝোপ হয়ে গেলাম ------------------------------------------------------------------------ ২২০৩০৬-৩ ঘড়ি এবং ঘড়িজাতদৃশ্যের দেয়ালে দুপুর ঝুলে ছিলো আমি দৃশ্যটা অস্বীকার করলাম দীর্ঘছায়া ফেলে হেঁটে গেলাম সূর্যাস্তের দিকে সূর্যাস্ত আমাকে কোমলতর অন্ধকার উপহার দিলো তাকে চোখে মেখে একটি পাহাড়িঝর্ণার ধারে বসলাম জলের গান শুনতে শুনতে আমি তন্ময় পতিতজলের সুতো আমার শরীর একএকটি আয়না তারপর আমি স্তব্ধবিস্ময়

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।