আমাদের কথা খুঁজে নিন

   

চেতনা-২



বিপ্রতীপ অন্ধকার স্রোতে স্থির বন্দী সাইত্রিশ টি চাঁদ রোদের উষ্ণতা মেখে মেখে ভেঙ্গে পড়ে স্রোতের আর্বতন অনাদি অতীতের বিচ্ছিন্নতার ভার অস্তিত্বের খাঁজে খাঁজে দূর আকাশে, নিশানার খোজে তাকায় অরুন্ধতীর বুকে আর শরীরে জলের দাগ, ছোপ ছোপ শ্যাওলার গন্ধ শূ্ন্যতায় জন্ম নেয় শরীর শূ্ন্যতায় হারিয়ে যেতে শূ্ন্যতায় বিলীন হয় শরীর শূ্ন্যতায় মিলিয়ে যেতে আবার শূ্ন্যতায় বিবর্ধিত শরীর শূ্ন্যতায় ছড়িয়ে যায় স্থিরতায় পড়ে থাকে চাঁদ সংকলিত স্মৃতির আড়ালে দূর হতে আরো দূরগামী নক্ষত্রের নির্বাকতায় শব্দেরা প্রতিসরিত হয় শূ্ন্যতা হতে শূ্ন্যতায় আর শূ্ন্যতা হতে শূ্ন্যতায় জমা পড়ে রয় অভিমুখী দৃষ্টির অনন্যতা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।