আমাদের কথা খুঁজে নিন

   

নো দাই সেলফ...

মিলে মিশে করি কাজ, হারি জিতি নাহি লাজ!

যখন রোকেয়া হলে ছিলাম, তখন একটা কাজ নিয়মিত করতাম, খুব আগ্রহ নিয়ে সিরিয়াসলি করতাম, সেটা হল দৈনিক ভোরের কাগজের সাপ্তাহিক ম্যাগাজিন-এর 'নো দাই সেলফ' -র কুইজ পূরণ করা, তারপর সবগুলো নম্বর যোগ করে দেখা...আমি কি, কেমন...। নিজের সম্বন্ধে খুব জানার আগ্রহ আমার সবসময়ই। এটাও জানি, ওই কুইজগুলো যে সবসময়ই ঠিক আমাকেই জানাবে সেটা ভাবা ভুল। আসলে ওটা এক ধরণের বিনোদন। কিন্তু তারপরও ওই ম্যাগাজিনের 'নো দাই সেলফ' আমার মনের উপর অনেক প্রভাব ফেলত।

কারণ, বেশির ভাগ সময়ই প্রাপ্ত ফলাফলের সাথে বাস্তব আমির সাথে অনেক মিলে যেত। ভাবতাম, কি করে যে, কারা যে এই কুইজগুলো তৈরী করে...এত মিলে কি করে??? তো, একদিন আমাদের রুমের একজন সিনিয়র আপুর বাসায় আমরা বাকী রুমমেটরা মিলে বেড়াতে গেলাম, সেই আপুর তখন ভার্সিটি লাইফ শেষ, হল ছেড়ে গেছেন। সেখানে গিয়ে পেলাম ওই সপ্তাহের ভোরের কাগজের ম্যাগাজিন। শুরু হল কুইজের উত্তর দেয়া...যথারীতি খুব মনোযোগ সহকারে, সত্যিকারের উত্তর দেবার চেষ্টা...। একটা প্রশ্ন ছিল, আপনি কোনটা বেশি পছন্দ করেন? ১।

সমুদ্র, ২। নদী, ৩। ফুল, ৪। পাহাড় --- আমি মনে হয় সমুদ্র বা পাহাড়-- এর যে কোন একটা দিয়েছি। এরপর, আপনি বাচ্চাদের মারতে পছন্দ করেন কিনা?/ বাচ্চাদের মারার ব্যাপারটা কোন দৃষ্টিতে দেখেন?---এই জাতীয় প্রশ্ন, আমার হুবহু মনে নেই... ১।

একেবারেই করি না, ২। মাঝেমাঝে অল্প মারা যুক্তিসংগত মনে করি, ৩। অনেক মারতে পছন্দ করি, ৪। অপশন মনে নেই। --- আমি যতদূর মনে পড়ে ১ নং অপশন দিয়েছিলাম।

এই রকম আরো দুটো প্রশ্ন ছিল, এখন আর মনে নেই। কিন্তু, এইটুকু মনে আছে যে তেমন কোন হিংস্রাত্মক জবাব দেইনি। কুইজটা ছিল, "আপনার স্বভাব কেমন-- বদরাগী, রাগী, নাকি কোমল স্বভাবের?"-- এর উপর। যখন সব নম্বরগুলো যোগ করে ফলাফল দেখলাম... ... ... আমার তো চোখ কপালে!!!!!!!! আমার সামনে ওই সিনিয়র আপুর ছোট ভাই বসা ছিল, সে আমার সমবয়সী ছিল। আমার ওই অবস্থা দেখে সে তো হেসেই খুন... জিজ্ঞ্যেস করল, কি, ধরা খেলে? বদরাগী এসেছে, তাই না????? এই জন্য এই অবস্থা???? কি প্রেস্টিজ পাংচার হবার মত ব্যাপার!!!!! আমি নাকি বদরাগী মেয়ে!!!!! অথচ নিজেকে আমার কখনই সেই রকম মনে হয়নি।

আমার চারপাশের সবাই আমাকে শান্ত শিষ্ট মেয়ে হিসেবেই জানে। অনেক কিছু সহ্য করতে পারি বলেই মনে হয়। তখন মনে হল ওই সব কুইজ টুইজ সব ফালতু, একেবারেই ভুয়া। কিন্তু, সত্যি বলতে কি, নো দাই সেলফের মত নিজেকে জানার জন্য অনেক রকমের কুইজই আমি পূরণ করি সবসময়, আজো...এখনতো ফেইসবুকেও করি...এটা আমার একটা খুবই প্রিয় খেলার মতো... অনেকটা ফ্যাসকিনেশন-ও বলা যায়। অনেক সময়ে নিজের সাথে মিলে, অনেক সময়ে মিলে না...।

বেশির ভাগই পরে ভুলে যাই, মনে রাখার চেষ্টা করি না। কিন্তু ওই যে "বদরাগী" শব্দটা--- এটা আজো আমার মাথার ভিতরে রয়ে গেছে। আজো আমি সচেতনভাবে বা অবচেতন মনে ভাবি, আমি কি সত্যিই বদরাগী????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।