ৃাুৃ
খুব খারাপ লাগে। প্রথমে চোখাচোখি, হাত ধরাধরি, চুমু খাওয়া ওতপর দৈহিক সম্পর্ক। তার পর? প্রেমের নামে অনাচারের সমাপ্তি। অথবা, নতুন চাই। আবার নতুন প্রেম।
প্রেম? নতুন কারও সাথে দৈহিক সম্পর্ক। আমাদের একটা প্রেম করলে চলে না। একসাথে কয়েকটা প্রেম করতে হবে। তবেইতো মজা। একজনের সাথে প্রেম করে মজা আছে? ৫০ জনের সাথে প্রেম করলে ৫০ রকম মজা।
এটাই কি প্রেম? এর নামিকি ভালবাসা? প্রতিনিয়তই শুনছি এসব ঘটনা। মডার্ণ যুগের প্রেম। তবেকি সত্যি কার প্রেম, ভালবাসা, আবেগ, মন বলে কিছু নেই?
সমাজের চোখে এখনও আমি শিশু। টিনেজ পার করতে পারি নি। যেখানে মন বলে কিছু নেই, যেখানে আবেগ হাস্য কর একটা জিনিস।
যেখানে শরীরটাই প্রধান এবং একমাত্র বস্তু। তবুও বলতে ইচ্ছে করে কি হবে এই নিষ্ঠুর পৃথিবীতে থেকে, যেখানে ভালবাসা জিনিসটা ধ্বংস হয়ে গেছে পদ্মা নদীর মত।
জাহিদ হাসান আসিফ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।