[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/
তথাপি অবিরত বয়ে চলে বাতাস
সেখানে ভুল অতীতের বারবিকিউ,
ভেসে আসে পোড়া ভুলের মউ মউ গন্ধ।
তথাপি নেমে আসে কখনও বৃষ্টির ধারা
সেখানে জলের ছোঁয়ায় কষ্টের শ্যাওলা
সজীবতায় নিয়ত সুখের সাথে করে দন্দ্ব।
তথাপি প্রতিটি প্রত্যুষ শেষে উজ্জ্বল রোদ
সেখানে আলোয় দিগন্ত পানে দৌড়ে দেখি
অবিচ্ছিন্ন শান্তির দোর চিরতরে বন্ধ।
তথাপি ঘটনায় ঘটনায় বৈচিত্র প্রতুল
সেখানে কাহিনীতে টুইস্টের নিরন্তর খেলা
অবুঝ দর্শক আমরা তাই পুনঃ পুনঃ অন্ধ।
তথাপি সময় স্ব গতিতেই দৌড়াতে থাকে
সেখানে প্রতিরোধ গড়ার শক্তি কার?
নিকটে যে সবার নিশ্চিত মৃত্যুরই গন্ধ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।