আমাদের কথা খুঁজে নিন

   

আজ বইমেলায় আমার বই এসেছে-স্বর্ণদেবতার অভিশাপ-জাগৃতি প্রকাশনী

বেদনার পায়ে চুমু খেয়ে বলি এই তো জীবন

আজ বইমেলায় আমার রহস্য গল্পের বই ‌র্স্বণদেবতার অভিশাপ এসেছে। নিজের বই মেলার স্টলে বসে দেখতে কতই না মজা! সেইমজা বই আসার প্রথম দিনেই উপভোগ করে এসেছি। বইয়ের গল্পগুলোর আণবিক্ষণীক সংক্ষেপঃ চেয়ারম্যান বাড়িতে আশ্রিতা, বাক এবং চলৎশক্তিহীন অথর্ব এক মেয়ে সালমা। তার চরম বিপদের মুখে নোলকপরা মায়াবতী একটা মহিলা এসে বদলে দেয় তার জীবন। কে এই অচেনা মহিলা? মৃত্যুপ্রহর গল্পের হারিয়ে যাওয়া রাণী অলকানন্দার কষ্টি পাথরের মূর্তিটা কী সত্যি মৃত্যুদূত? মৌমিতা কী পারবে নিজের জীবন বাচাতে? নাকি তার জীবনে ঘটতে যাচ্ছে পটলা, মাস্টারের মেয়ে আর অজ্ঞাত দুই যুবকের মত একই পরিনতি।

আর মাত্র কিছু সময়... তারপরেই তো রহস্যময় শব্দটা আলিঙ্গন করে ছোট্ট একটুকরো খবর হতে যাচ্ছে সংবাদপত্রের পাতায়। পাথরের মূর্তি নাকি কখনও পলক ফেলতে পারে নাÑ কিন্তু এক চিলতে হাসি ঠিকই ফোঁটে ডেস্কে রাখা রানীর ঠোঁটে। ধীরে ধীরে সে হাসি আরও বিস্তৃত হয়। তমিজুদ্দিন কী সত্যিই জিন্দা লাশ? নাকি অন্য কিছু... শেষ পযর্ন্ত কে বরণ করে নিতে চলেছে স্বর্ণদেবতার অভিশাপ? বালাদাসী নামের এক মহিলার অশান্ত আত্মা একের পর এক মানুষের জীবন কেড়ে নিচ্ছে। সি আই ডি গোয়েন্দা শরীফ মাহমুদ বের করে ফেলেন আসল খুনীকে।

তাহলে বাঁশবাগানে দেখা শাদা শাড়ী পরা সেদিনের সেই মহিলাটা কে ছিল? মনের ভূল? নাকি বালাদাসীর অশরীরি ছায়ামূর্তি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।