বাংলাদেশের মানুষ এখনও তার সম্পূর্ণ অধিকার পাইনি।এই সংগ্রাম যতদিন চলবে ততদিন ছড়ার সংগ্রাম চলবে
সিট বন্টন নিয়ে
কান্ড বলো কি এ
অযথা ক্যান বৈরি
সমস্যা হ্য় তৈরি!
২।
বিরোধীকে অবহেলা করলে
গনতন্ত্রের পথের থেকে সরলে
এই মনোভাব না হয় যদি দূর
সংসদ হবে হাংগামায় ভরপুর।
৩।
মাস না যেতেই না না কথা উঠছে
এই জনতার মুখে কথা ফুটছে
বলছে তারা করেছি কি ভুল
দারুন হতাশ দেশের ভোটার কূল।
৪।
যে যাই এসে কচ্ছ
রাজনীতি নয় স্বচ্ছ
সন্দেহটা আছে
রাজনীতি নেই কাছে।
তার সূতোটা দূরে
ফেলল না কেউ ছুড়ে
সাম্রাজ্যবাদ হাসে
নেত্রীরা যে তার পাশে
উত্তরণের চেষ্টা
করবে কিরে দেশটা
ঐক্যবদ্ধ হলে
বিপদটা যায় চলে
কে ধরবে সেই হাল টা
দেখছি শুধু ফাল টা
লম্ফ ঝম্ফ কমাও
সাম্রাজ্যবাদ দমাও।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।