আমাদের কথা খুঁজে নিন

   

মা আমার মা, কোন জাদুতে দেখলে তোমায়, ভুলে যাই, ভুলে যাই সব যাতনা

বাস্তবতা ফেরী করে বেড়াচ্ছে আমার সহজ শর্তের সময়গুলোকে

ঘুম পাড়ানিয়া গান আর কেউ গায় না আর কোন মুখে তার ছায়া, দেখা যায় না তার কোলে লুকানো আদর, কোথাও পাবো না চোখ বুঝলেই দেখি তাকে, সেতো আমার মা। মা আমার মা, মা আমার মা, কোন জাদুতে দেখলে তোমায়, ভুলে যাই, ভুলে যাই সব যাতনা মা আমার মা, কোন জাদুতে দেখলে তোমায় ভুলে যাই, ভুলে যাই সব যাতনা। দুর দেশে ডুবে থাকি কত ব্যস্ততায় তবু মন পড়ে থাকে তোমার মমতায় তুমি ভাবো পাগল আমি খোঁজ রাখি না শুধু জেনে নিও প্রতিক্ষণ, তোমায় খুঁজি মা। মা আমার মা, মা আমার মা, কোন জাদুতে দেখলে তোমায়, ভুলে যাই, ভুলে যাই সব যাতনা মা আমার মা, কোন জাদুতে দেখলে তোমায় ভুলে যাই, ভুলে যাই সব যাতনা। একা ঘরে বসে ভাবি, মায়েরই হাসি তবু মন ভাবে তাকে, হয় অভিলাসী কেউ জানে না কাঁদি একা, কেউ বুঝে না এই গানের সব ভালোবাসা তোমায় দিলাম মা। মা আমার মা, মা আমার মা, কোন জাদুতে দেখলে তোমায়, ভুলে যাই, ভুলে যাই সব যাতনা মা আমার মা, কোন জাদুতে দেখলে তোমায় ভুলে যাই, ভুলে যাই সব যাতনা। গান শিরোনাম - মা গায়িকা - পলবাসা সিদ্দীকি (Palbasha Siddique) গান লিংক- http://www.rongila.com/content/view/696/1/ (ভিডিও লিংক) এবং http://www.youtube.com/watch?v=yM7ajRUMs9c (ভিডিও লিংক) অডিও লিংকটা - Click This Link অডিও লিংক কৃতজ্ঞতা - নিঃসঙ্গ ভাই

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।