আমাদের কথা খুঁজে নিন

   

আমি তার কাছেই বন্ধক রাখি মাঘের দুপুর



অত:পর ধ্বংশই পরিণত পরিণাম। বিপুল সম্ভাবনার ছায়া যে রোদ লুটেপুটে খায় বৃষ্টিশব, চন্দ্রমদ আর অমানিশাপুর আমি তার কাছেই বন্ধক রাখি মাঘের দুপুর, আর বলি শীত তুমি অতিক্রান্ত হও লিখে রাখো ; এই বিবর্ণনগরে মানুষের চেয়ে জন্তুর সংখ্যাই ছিল বেশী । দ্বিগুণ সহিংস সব মানুষের হৃদয় সামন্ত শকুন বলে এর আগেও ভবঘাটে ছিল যাদের আদি পরিচয় ! ধ্বংশেই অস্তিত্ব খুঁজো । মিশে যাও, মাস্তুল তুলে ভাসাও ডিঙা , পেতে পারো পার না হয় বেঁচে থাকা অর্থহীন ; যদি না থাকে স্মৃতির কৃতিত্ব ..... মহিমা অপার !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।