আমাদের কথা খুঁজে নিন

   

পাঠ প্রতিক্রিয়া: শাকিল ফারুক, জরী এবং একটি পরী সমাচার



শাকিল নামে এক চরম ঝড়ো গতির একটা ছেলের সাথে আমার পরিচয় হয়েছে বছর দুয়েক হলো। জানতাম, ছড়াকার। ছড়াকার শাকিল ফারুক। দেখতে দেখতে জানলাম লেখালেখির জগতটায় সে ছড়াকার, পদ্যকার বা গল্পকার না। সে আসলে 'পানিকার'( আমার শব্দভান্ডার দূর্বল হওয়ায় এই নতুন শব্দের অবতারণা।

)। পানির মতো। যে পাত্রে রাখা হয় সে আকার ধারণ করে। সেরকমই সে। যেখানে যে কোন বিষয়েই লিখতে সক্ষম।

কি ফিচার, কি ছড়া অথবা গল্প। শাকিল লিখছে। প্রথম পরিচয়ে শাকিলকে জানতাম, ছড়াকার, সে সাপ্তাহিক ২০০০-এ ধুমসে করছে স্পোর্টস রিপোর্টিং আবার বই বের করার সময় বের করেছে গল্পের বই। লেখালেখির এই 'পানিকার' শাকিল লেখালেখির সব পথেই চলছে ধীরে ধীরে। মেলায় মনে হয় শাকিলের বই আসছে ৩টি।

গতকাল একটা কিনলাম। নাম, জরীর কাছে একটা পরী এসেছিল। ৪টি গল্প আছে বইটাতে। আমি একটা চাদের কাছে গিয়েছিলাম, জরীর কাছে একটি পরী এসছিল, এইটা দ্রুবর গল্প, প্রজাপতিটা। সবগুলো গল্পই সুখপাঠ্য, সাবলীল এবং সবচেয়ে বড় কথা ছোটদের ভাবনার সঙ্গে মিল রেখে তৈরি।

এবং যে কাজটায় সফল হয়েছে শাকিল। ৬০ টাকা দামের এই বইটি প্রকাশ করেছে 'ঝিঙেফুল'। প্রচ্ছদ বেশ দৃষ্টিনন্দন। করেছেন, তরুণ শিল্পী মাহফুজ রনি। যদি প্রশ্ন করেন, আপনার শিশুদের জন্য এতো বইয়ের ভিড়ে কেন এই বইটি বেছে নিবেন? সেক্ষেত্রে একটা কথাই বলা যায়, ছোটদের একটা ভাষা আছে।

ছোটদের জন্য লিখতে ছোটদের সে ভাষা জানতে হয়। এই বইয়ের মূল বিষয়টাও এখানেই। বইটির লেখক শাকিল ফারুক সেই ভাষাটা ভালোভাবেই শিখে গেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।