আমাদের কথা খুঁজে নিন

   

মন কি যে চায়

কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....

সময়ের আবর্তে নিজেকে খোঁজে ফিরি । মনে হয় একই আবর্তে বারবার । অসাধারন মন তার খোলস ছেড়ে বেরিয়ে যেতে চায়। তার দায়িত্ব থেকে অব্যহতি চায়। শুধুই খোঁজে ফিরে তার অনন্তকালের প্রিয়জনকে।

উৎসুক মন কখনো তৃপ্ত নয়। এই পারিপার্শিক মায়াজালে। খোঁজে ফিরে সারাক্ষন অন্য কিছু। যা বিদ্যমান নয় এই পৃথিবীতে । কি তা - কে সে ! কোথায় ? মন কে কি করে তৃপ্ত করা যায়।

গানের কলি মনে পড়ে যায়। "মন কি যে চায় বলো" আমি কার কাছে বধ। মন কি আমার কাছে বধ। না আমি মনের কাছে বধ। কে কাকে নিয়ন্ত্রন করে।

বুঝি না। এক স্বত্বা এক সাথে বসবাস কিন্তু কেউ কাউকে চিনি না। আবার গান....... বাড়ীর কাছে আরশী নগর সেথায় পড়শী বসত করে। বাংলার লোক সংগীতে এই মনকে ঘিরে রচিত হয়েছে হাজারো গান। স্রষ্টার বন্দনায় রচিত হয়েছে কত লোক সংগীত।

এই অজানা একটি বস্তু মন................................. এক সাথে চললাম তাকে খুশী করতে পারলাম না। এই মন ইহ জগতে কোন কিছুতেই তৃপ্ত নয়। সে অস্থীর অন্য কোন কিছুর আকর্ষনে। কত সুন্দর এই পৃথিবী, কত স্বাধের আহার। কত বিনোদন কত আয়োজন।

কত অহংকার। কিন্তু এই সেই মন খোঁজে আরও কিছু যা এই পৃথিবীতে বিদ্যমান নয়। ভালোলাগা ভালোবাসা আবেগ সুখ দুঃখ সবই তার কাছে তুচ্ছ। "এই ৮০ কে জি ওজনের শরির নিয়ে চলে মন। কিন্তু পড়ে থাকে অন্য প্রান্তে যোজন যোজন দূরে।

একটি জায়গায় মন বড়ই নিরব। যখন করি স্রষ্টার উপাসনা। এই মন ই তো স্রষ্টার সৃষ্টির উপাসনায় থাকে প্রতি নিয়ত ব্যাস্ত। যা আমাদের অবচেতন মন বুঝতে পারে না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।