মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম কেশব রায় চৌধুরী এ আদেশ দেন।
গত ৬ মার্চ পল্টন থানায় দায়ের করা একটি বিস্ফোরক ও ভাংচুরের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে ১০ দিনের হেফাজতে চান মামলার তদন্ত কর্মকর্তা রবিউল ইসলাম।
অন্য একটি মামলায় জামিন পেয়ে গত ১৯ মে কাশিমপুর কারাগার থেকে বের হওয়ার পর কারাফটক থেকে আমান ও চিকিৎসকদের সংগঠন ড্যাবের নেতা জাহিদকে ফের আটক করা হয়।
এরপর পল্টন থানার এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে সেদিনই ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তাদের ১০ দিন করে রিমান্ডে চায় পুলিশ।
শুনানিতে আসামিপক্ষের আইনজীবী খোরশেদ আলম ও মাসুদ আহমেদ তালুকদার বলেন, আমানের হৃদযন্ত্রে রিং পরানো রয়েছে।
তার ঘাড়েও প্রচণ্ড ব্যাথা। জাহিদও মারাত্মক অসুস্থ। আইন অনুযায়ী, অসুস্থ মানুষকে হেফাজতে নেয়া যায় না।
এ বক্তব্যের বিরোধিতা করে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের পিপি আবদুল্লাহ আবু বলেন, আসামিরা অসুস্থতার ভান করছেন। তারা আদৌ অসুস্থ নন।
সুষ্ঠু তদন্তের স্বার্থেই তাদের রিমান্ড চাওয়া হয়েছে।
গত ৬ মার্চ কাকরাইলের নাইটঙ্গেল মোড় ও স্কাউট ভবনের সামনে হাতবোমার বিস্ফোরণ, গাড়ি ভাংচুর এবং পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে পল্টন থানায় এ মামলা দায়ের করে পুলিশ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।